Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

হাথরাস যাবেন রাহুল, ঘটনাস্থল পরিদর্শন করবেন লোকসভায় বিরোধী দলনেতা

Kibria Ansary

Published: 04 July, 2024, 04:29 PM
হাথরাস যাবেন রাহুল, ঘটনাস্থল পরিদর্শন করবেন লোকসভায় বিরোধী দলনেতা

লখনই, ৪ জুলাই: হাথরাস যাবেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি। উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে ১২৩ জন মানুষের মৃত্যুর ঘটনায় এলাকা পরিদর্শনে যাবেন লোকসভায় বিরোধী দলনেতা। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল জানিয়েছেন, হাথরাসে যাওয়ার পরিকল্পনা করছেন রাহুল গান্ধি।

উল্লেখ্য, উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জনের মৃত্যু হয়েছে। হাথরস জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে বিশেষভাবে স্থাপিত তাঁবুতে এক ধর্মপ্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই তাঁবু থেকে বের হওয়ার সময় শুরু হয় ঠেলাঠেলি। এডিজি আগ্রার জোন অফিসের পিআরও ১০৭জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে মৃত্যুর সংখ্যা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীও এনিয়ে শোকবার্তা জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সৎসঙ্গে উপস্থিত লোকজন প্রচন্ড গরমের মধ্য়ে সমস্যায় পড়ে যান। এরপরই লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে পদপিষ্টের ঘটনা হয়। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের সময় প্রচণ্ড গরম ও আর্দ্রতা ছিল।

এদিন কংগ্রেস নেতা বলেন, পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে তা দুঃখজনক। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন রাহুল বলে জানান বেনুগোপাল। নিজের শোকবার্তায় রাহুল ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তর প্রদেশের হাথরাসে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা যন্ত্রণার। যারা আহত হয়েছেন তারা যেন সঠিক চিকিৎসা পান। নিহতদের পরিবারের পাশে রয়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের কর্মীরা যেন উদ্ধারকাজে হাত লাগান।

দেশ - এর থেকে আরোও খবর

Rahul will go to Hathras Leader of Opposition in Lok Sabha will visit the spot

Leave a comment