১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে গুলি করে মুখ থেঁতলে মারা হল দলিত ব্যক্তিকে

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছরের পূর্তির প্রাক্কালে উচ্চবর্ণের জলের পাত্র থেকে জল খাওয়ায় পিটিয়ে মারা হয়েছিল ৯ বছরের দলিত ছাত্রকে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবার নতুন করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এক দলিত ব্যক্তিকে খুন করা হল। মাথায় গুলি করে মুখ থেঁতলে দেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী মনোজ কুমারের। শুক্রবার মইনপুরী জেলায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। তার আগে দুদিন থেকে নিখোঁজ ছিল সে। মৃতদেহ খুঁজে পাওয়ার কয়েক ঘন্টা আগে মনোজ কুমারের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন।

তাঁর স্ত্রী পুলিশকে জানান, বাজেরা গ্রামের উচ্চবর্ণের বাসিন্দা মঙ্গল সিং এর কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন মনোজ। এরপর মঙ্গল সিং এর পরিবারের এক সদস্য মোনু সেই টাকা চড়া হারের সুদ সমেত ফেরত চায়। ১ লক্ষ টাকার জন্য তাকে আসল সহ ১০ লক্ষ টাকা সুদ, অর্থাৎ মোট ১১ লক্ষ টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাদের নজর ছিল মনোজের চাষের জমিতেও। মনোজের ভাই সতীশ জানিয়েছেন, তাঁর আর এক ভাইকেও ২০১৫ সালে একই ভাবে খুন করা হয়েছিল। সতীশ বলেছেন, গ্রামের উচ্চবর্ণের লোকেরা তাদের জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। তাদের পরিবারের জীবন বিপন্ন। এবার হয়তো তদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। স্বাধীনতার ৭৬ তম বছরে পা দিয়ে দলিতদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

 

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

সর্বধিক পাঠিত

সম্ভল সহিংসতা: এএসপি অনুজ চৌধুরি-সহ ২০ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে গুলি করে মুখ থেঁতলে মারা হল দলিত ব্যক্তিকে

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছরের পূর্তির প্রাক্কালে উচ্চবর্ণের জলের পাত্র থেকে জল খাওয়ায় পিটিয়ে মারা হয়েছিল ৯ বছরের দলিত ছাত্রকে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবার নতুন করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এক দলিত ব্যক্তিকে খুন করা হল। মাথায় গুলি করে মুখ থেঁতলে দেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী মনোজ কুমারের। শুক্রবার মইনপুরী জেলায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। তার আগে দুদিন থেকে নিখোঁজ ছিল সে। মৃতদেহ খুঁজে পাওয়ার কয়েক ঘন্টা আগে মনোজ কুমারের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন।

তাঁর স্ত্রী পুলিশকে জানান, বাজেরা গ্রামের উচ্চবর্ণের বাসিন্দা মঙ্গল সিং এর কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন মনোজ। এরপর মঙ্গল সিং এর পরিবারের এক সদস্য মোনু সেই টাকা চড়া হারের সুদ সমেত ফেরত চায়। ১ লক্ষ টাকার জন্য তাকে আসল সহ ১০ লক্ষ টাকা সুদ, অর্থাৎ মোট ১১ লক্ষ টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাদের নজর ছিল মনোজের চাষের জমিতেও। মনোজের ভাই সতীশ জানিয়েছেন, তাঁর আর এক ভাইকেও ২০১৫ সালে একই ভাবে খুন করা হয়েছিল। সতীশ বলেছেন, গ্রামের উচ্চবর্ণের লোকেরা তাদের জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। তাদের পরিবারের জীবন বিপন্ন। এবার হয়তো তদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। স্বাধীনতার ৭৬ তম বছরে পা দিয়ে দলিতদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

 

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট