২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলজেরিয়ায় বিধবংসী দাবানল, প্রাণ কেড়ে নিল ২৫ জন সেনা সহ ৪২ জনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার
  • / 96

পুবের কলম, ওয়েবডেস্ক: আলজেরিয়ায় বিধ্বংসী দাবানলে প্রাণহানি ৪২ জনের। এর মধ্যে ২৫ জন সেনা। দাবানলের হাত থেকে মানুষকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জন আলজেরীয় সৈন্যের। দাবানলের গ্রাসে রাজধানীর পূর্বে গ্রাম ও পাহাড়গুলি।

আরও পড়ুন: রামধনু রংয়ের পণ্য নিষিদ্ধ আলজেরিয়ায়

প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন ট্যুইট করে জানিয়েছেন, আরজেরীয় সৈন্যরা উত্তর আফ্রিকার দেশ কাবাইলের দুটি এলাকায় আগুন হাত থেকে ১০০ জন মানুষকে প্রাণে বাঁচিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে আরও এগারোজন সেনা অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৯

দাবানলের ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে আলজেরিয়া সরকার বলেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে এই আগুন দাবানলের রূপ নিয়েছে। আলজেরিয়ার উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে কাবিলি অঞ্চলে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এ অঞ্চলে আগুন সব কিছু গ্রাস করছে।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেনাবদেররাহমানে  সরকারি টিভি চ্যানেলে বলেন, ১৭ জন স্থানীয় মানুষ প্রাণ হারিয়েছেন। আগে সাত জন মানুষ মৃত্যুর খবর ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জন। তবে তিনি এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি। এদিকে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে মন্তব্য করেছেন,  আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ। তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে  বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অসম্ভব। আগুন লাগানোর পেছনে অপরাধীদের হাত রয়েছে।

উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানোর অভিযোগে দেশটির মেদেয়া ও আন্নাবা জেলা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলজেরিয়ায় বিধবংসী দাবানল, প্রাণ কেড়ে নিল ২৫ জন সেনা সহ ৪২ জনের

আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আলজেরিয়ায় বিধ্বংসী দাবানলে প্রাণহানি ৪২ জনের। এর মধ্যে ২৫ জন সেনা। দাবানলের হাত থেকে মানুষকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জন আলজেরীয় সৈন্যের। দাবানলের গ্রাসে রাজধানীর পূর্বে গ্রাম ও পাহাড়গুলি।

আরও পড়ুন: রামধনু রংয়ের পণ্য নিষিদ্ধ আলজেরিয়ায়

প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন ট্যুইট করে জানিয়েছেন, আরজেরীয় সৈন্যরা উত্তর আফ্রিকার দেশ কাবাইলের দুটি এলাকায় আগুন হাত থেকে ১০০ জন মানুষকে প্রাণে বাঁচিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে আরও এগারোজন সেনা অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৯

দাবানলের ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে আলজেরিয়া সরকার বলেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে এই আগুন দাবানলের রূপ নিয়েছে। আলজেরিয়ার উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে কাবিলি অঞ্চলে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এ অঞ্চলে আগুন সব কিছু গ্রাস করছে।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেনাবদেররাহমানে  সরকারি টিভি চ্যানেলে বলেন, ১৭ জন স্থানীয় মানুষ প্রাণ হারিয়েছেন। আগে সাত জন মানুষ মৃত্যুর খবর ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জন। তবে তিনি এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি। এদিকে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে মন্তব্য করেছেন,  আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ। তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে  বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অসম্ভব। আগুন লাগানোর পেছনে অপরাধীদের হাত রয়েছে।

উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানোর অভিযোগে দেশটির মেদেয়া ও আন্নাবা জেলা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।