১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘২৬-শের বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে’: মমতা

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 152

পুবের কলম,ওয়েবডেস্ক:  আগামী বছর রাজ্যে  বিধানসভা নির্বাচন । সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়কদের  এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা । বলা বাহুল্য, ২৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক-দল তৃণমূল।

READ MORE: দুপুরের মেনুতে বিফ বিরিয়ানির নোটিশ, বিতর্কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়  

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে আবারও ক্ষমতায় ফিরবে। তার কথায়, তৃণমূলের জয় নিশ্চিত এবং ২০২৬ সালের নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

                  হাইলাইটস

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

১. ছাব্বিশে ‘সবুজ ঝড়’ বাংলায়, দাবি মমতার

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

২. দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। একইভাবে হরিয়ানাতে আপ হাত শিবিরকে সাহায্য করেনি। আপ-কং এর দ্বন্দ্বে ফায়দা লুটেছে বিজেপি।

তাই দুই জায়গায় বিজেপি জিতেছে।

 বাংলায় কংগ্রেসের বাজেয়াপ্ত জব্দ। ওদের অবশিষ্টাংশ কিছুই নেই।

আমরা একাই যথেষ্ট। তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে, তৃণমূল দল একাই আগামী নির্বাচনে জয়লাভ করবে।

৩. আমরা চতুর্থবার সরকার গড়ব: মমতা 

https://puberkalom.com/hajj-committee-35-state-hajj-officers-saudi-2025/

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘২৬-শের বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে’: মমতা

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  আগামী বছর রাজ্যে  বিধানসভা নির্বাচন । সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়কদের  এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা । বলা বাহুল্য, ২৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক-দল তৃণমূল।

READ MORE: দুপুরের মেনুতে বিফ বিরিয়ানির নোটিশ, বিতর্কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়  

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে আবারও ক্ষমতায় ফিরবে। তার কথায়, তৃণমূলের জয় নিশ্চিত এবং ২০২৬ সালের নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

                  হাইলাইটস

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

১. ছাব্বিশে ‘সবুজ ঝড়’ বাংলায়, দাবি মমতার

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

২. দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। একইভাবে হরিয়ানাতে আপ হাত শিবিরকে সাহায্য করেনি। আপ-কং এর দ্বন্দ্বে ফায়দা লুটেছে বিজেপি।

তাই দুই জায়গায় বিজেপি জিতেছে।

 বাংলায় কংগ্রেসের বাজেয়াপ্ত জব্দ। ওদের অবশিষ্টাংশ কিছুই নেই।

আমরা একাই যথেষ্ট। তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে, তৃণমূল দল একাই আগামী নির্বাচনে জয়লাভ করবে।

৩. আমরা চতুর্থবার সরকার গড়ব: মমতা 

https://puberkalom.com/hajj-committee-35-state-hajj-officers-saudi-2025/