০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লেন্স পরেই ঘুম, সকালে অন্ধ যুবক!

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 50

পুবের কলম ওয়েবডেস্ক:কনট্যাক্ট লেন্স পরেই রাতে ঘুমিয়ে পড়েছিলেন এক যুবক। তবে ঘুম থেকে উঠে দেখলেন, তিনি ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। ভয়ানক এই ঘটনার নেপথ্যে এক ধরনের মাংসাশী পরজীবী। আমেরিকার ফ্লোরিডা শহরের বাসিন্দা বছর একুশের ওই যুবকের নাম মাইক ক্রমহোলজ। তিনি জানিয়েছেন, ৭ বছর ধরে কনট্যাক্ট লেন্স পরেন। প্রায় দিনই চোখে লেন্স পরে ঘুমিয়ে পড়তেন। লেন্স না খুলে রাখার কারণে চোখ গোলাপি বা বিভিন্ন রকমের চোখে অ্যালার্জি হওয়া নতুন নয়।  তবে, মাসখানেক আগে অন্য ঘটনা ঘটল। সারা দিনের ব্যস্ততার পর, তিনি লেন্স না খুলেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে ডান চোখে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসক জানান, তার ডান চোখে ‘অ্যাক্যান্থামোইবা কেরাটিইটিস’ নামে এক ধরনের পরজীবী পাওয়া গেছে। সারারাত লেন্স পরে থাকার কারণে, এক ধরনের মাংসাশী পরজীবী তার ডান চোখে বাসা বেঁধেছে। যার ফলে দৃষ্টিশক্তি হারান যুবক। মাইক তার চিকিৎসার খরচ জোগাড়ের জন্য গোফান্ডমি পেজে একটি অ্যাকাউন্ট খুলেছেন। একই সঙ্গে এই রোগের বিষয়ে কনট্যাক্ট লেন্স ব্যাবহারকারীদের সতর্ক করেন।  তিনি লেখেন, প্রথমে জানা যায়, ‘আমার চোখে এএইচএসভি১ ধরা পড়েছে। কিন্তু পরে আমি পাঁচজন ভিন্ন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং দু’জন কর্নিয়া বিশেষজ্ঞকে দেখানোর পর জানতে পারি, আমার চোখে অ্যাকন্থামোয়েবা কেরাটাইটিস নামে বিরল পরজীবী বাসা বেঁধেছে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লেন্স পরেই ঘুম, সকালে অন্ধ যুবক!

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:কনট্যাক্ট লেন্স পরেই রাতে ঘুমিয়ে পড়েছিলেন এক যুবক। তবে ঘুম থেকে উঠে দেখলেন, তিনি ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। ভয়ানক এই ঘটনার নেপথ্যে এক ধরনের মাংসাশী পরজীবী। আমেরিকার ফ্লোরিডা শহরের বাসিন্দা বছর একুশের ওই যুবকের নাম মাইক ক্রমহোলজ। তিনি জানিয়েছেন, ৭ বছর ধরে কনট্যাক্ট লেন্স পরেন। প্রায় দিনই চোখে লেন্স পরে ঘুমিয়ে পড়তেন। লেন্স না খুলে রাখার কারণে চোখ গোলাপি বা বিভিন্ন রকমের চোখে অ্যালার্জি হওয়া নতুন নয়।  তবে, মাসখানেক আগে অন্য ঘটনা ঘটল। সারা দিনের ব্যস্ততার পর, তিনি লেন্স না খুলেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে ডান চোখে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসক জানান, তার ডান চোখে ‘অ্যাক্যান্থামোইবা কেরাটিইটিস’ নামে এক ধরনের পরজীবী পাওয়া গেছে। সারারাত লেন্স পরে থাকার কারণে, এক ধরনের মাংসাশী পরজীবী তার ডান চোখে বাসা বেঁধেছে। যার ফলে দৃষ্টিশক্তি হারান যুবক। মাইক তার চিকিৎসার খরচ জোগাড়ের জন্য গোফান্ডমি পেজে একটি অ্যাকাউন্ট খুলেছেন। একই সঙ্গে এই রোগের বিষয়ে কনট্যাক্ট লেন্স ব্যাবহারকারীদের সতর্ক করেন।  তিনি লেখেন, প্রথমে জানা যায়, ‘আমার চোখে এএইচএসভি১ ধরা পড়েছে। কিন্তু পরে আমি পাঁচজন ভিন্ন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং দু’জন কর্নিয়া বিশেষজ্ঞকে দেখানোর পর জানতে পারি, আমার চোখে অ্যাকন্থামোয়েবা কেরাটাইটিস নামে বিরল পরজীবী বাসা বেঁধেছে।’