০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হুক্কা বারে নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে ১৬ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ওই নাবালিকা এক ডাক্তার দম্পতির মেয়ে বলে জানা যায়।

তদন্তের সূত্রে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত যুবক এবং ওই নাবালিকা একে অপরের পূর্বপরিচিত।  দুজনেই কানপুরের বাসিন্দা হলেও তাদের প্রথম আলাপ হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে।  তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, আগেও বেশ কয়েক বার তাঁর মেয়েকে হেনস্থা করার চেষ্টা করেছেন ওই যুবক।

আরও পড়ুন: বারুইপুর থেকে উদ্ধার ৩৫ কেজি গাঁজা, ধৃত তিন

মেয়েটির বাবা কানপুরের বাসিন্দা অভিযুক্ত বিনয় ঠাকুর এবং আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।  মেয়েটি রাজস্থানের কোটায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এমনকি বিনয় সেখানেও তাকে অনুসরণ করেছিল এবং একটি হোটেলের ঘরে তাঁকে মারধর করেছিল বলে অভিভাবকদের অভিযোগ।

আরও পড়ুন: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে  বার্তা হাওড়া সিটি পুলিশের

এদিকে নাবালিকাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তার সারা শরীরে ছোট-বড় ক্ষত রয়েছে। এছাড়া মেয়েটি তার বাবাকেও জানিয়েছে যে অভিযুক্ত ইনস্টাগ্রাম বন্ধু তার একটি অশ্লীল ভিডিও তৈরি করেছে এবং গত কয়েকদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল। নির্যাতিতা জানায়, অভিযুক্তরা ভিডিওটি ভাইরাল করার হুমকি দিচ্ছে।

আরও পড়ুন: হুক্কা বার চালুর নির্দেশ আপাতত বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুক্কা বারে নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণ

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে ১৬ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ওই নাবালিকা এক ডাক্তার দম্পতির মেয়ে বলে জানা যায়।

তদন্তের সূত্রে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত যুবক এবং ওই নাবালিকা একে অপরের পূর্বপরিচিত।  দুজনেই কানপুরের বাসিন্দা হলেও তাদের প্রথম আলাপ হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে।  তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, আগেও বেশ কয়েক বার তাঁর মেয়েকে হেনস্থা করার চেষ্টা করেছেন ওই যুবক।

আরও পড়ুন: বারুইপুর থেকে উদ্ধার ৩৫ কেজি গাঁজা, ধৃত তিন

মেয়েটির বাবা কানপুরের বাসিন্দা অভিযুক্ত বিনয় ঠাকুর এবং আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।  মেয়েটি রাজস্থানের কোটায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এমনকি বিনয় সেখানেও তাকে অনুসরণ করেছিল এবং একটি হোটেলের ঘরে তাঁকে মারধর করেছিল বলে অভিভাবকদের অভিযোগ।

আরও পড়ুন: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে  বার্তা হাওড়া সিটি পুলিশের

এদিকে নাবালিকাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তার সারা শরীরে ছোট-বড় ক্ষত রয়েছে। এছাড়া মেয়েটি তার বাবাকেও জানিয়েছে যে অভিযুক্ত ইনস্টাগ্রাম বন্ধু তার একটি অশ্লীল ভিডিও তৈরি করেছে এবং গত কয়েকদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল। নির্যাতিতা জানায়, অভিযুক্তরা ভিডিওটি ভাইরাল করার হুমকি দিচ্ছে।

আরও পড়ুন: হুক্কা বার চালুর নির্দেশ আপাতত বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ