২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিন সহ ৬টি দেশের যাত্রীদের নেগেটিভ কোভিড রিপোর্ট বাধ্যতামূলক, ১ জানুয়ারি থেকে কার্যকর কেন্দ্রের নয়া নিয়ম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক : চিন সহ ৬টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য নেগেটিভ কোভিড রিপোর্ট বাধ্যতামূলক। আগামী ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

চিন সহ এই দেশগুলির মধ্যে রয়েছে হংকং, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এই দেশগুলি থেকে ভারতে আগত যাত্রীদের আসার আগে ‘এয়ার সুবিধা’ পোর্টালে তাদের নেগেটিভ কোভিড রিপোর্ট আপলোড করতে হবে। নতুন বছরের শুরুতে আগামী ১ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চিন সহ ৬টি দেশ থেকে আসা যাত্রীদের ভারতে আসার আগে আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। ৭২ ঘণ্টা আগে করা রিপোর্টই এই নয়া নির্দেশিকায় বৈধতা পাবে।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

এর আগে, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং এবং থাইল্যান্ড থেকে ভারতে আগত যাত্রীদের ভারতে আসার পর কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক ছিল। ইতিবাচক শনাক্ত হলে তাদের বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছিল ভারত সরকার।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

উল্লেখ্য, চিন সহ বিশ্বের কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ে ভারতের। এই অবস্থায় সমস্তরাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলায় হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে ইতিমধ্যেই মক ড্রিল মহড়া শুরু হয়েছে। দিল্লির সফদরজং হাসপাতালে নিজে উপস্থিত থেকে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ভারতে নয়া সংক্রমণের সংখ্যা ২৬৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫৫২। দৈনিক পজিটিভিটি রেট 0.১১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভ রেট 0.১৭ শতাংশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিন সহ ৬টি দেশের যাত্রীদের নেগেটিভ কোভিড রিপোর্ট বাধ্যতামূলক, ১ জানুয়ারি থেকে কার্যকর কেন্দ্রের নয়া নিয়ম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : চিন সহ ৬টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য নেগেটিভ কোভিড রিপোর্ট বাধ্যতামূলক। আগামী ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

চিন সহ এই দেশগুলির মধ্যে রয়েছে হংকং, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এই দেশগুলি থেকে ভারতে আগত যাত্রীদের আসার আগে ‘এয়ার সুবিধা’ পোর্টালে তাদের নেগেটিভ কোভিড রিপোর্ট আপলোড করতে হবে। নতুন বছরের শুরুতে আগামী ১ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চিন সহ ৬টি দেশ থেকে আসা যাত্রীদের ভারতে আসার আগে আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। ৭২ ঘণ্টা আগে করা রিপোর্টই এই নয়া নির্দেশিকায় বৈধতা পাবে।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

এর আগে, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং এবং থাইল্যান্ড থেকে ভারতে আগত যাত্রীদের ভারতে আসার পর কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক ছিল। ইতিবাচক শনাক্ত হলে তাদের বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছিল ভারত সরকার।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

উল্লেখ্য, চিন সহ বিশ্বের কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ে ভারতের। এই অবস্থায় সমস্তরাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলায় হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে ইতিমধ্যেই মক ড্রিল মহড়া শুরু হয়েছে। দিল্লির সফদরজং হাসপাতালে নিজে উপস্থিত থেকে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ভারতে নয়া সংক্রমণের সংখ্যা ২৬৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫৫২। দৈনিক পজিটিভিটি রেট 0.১১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভ রেট 0.১৭ শতাংশ