২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনরক্ষকদের হাতেই হাওড়া স্টেশনে প্রথম পৃথিবীর আলো দেখল এক নবজাতক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 39

 

আইভি আদক, হাওড়া : যাঁরা আইনের রক্ষক, তাঁদের কাছে সোমবার দিনটা ছিল একেবারে অন্যরকম। নবজাতকের জন্মের সাক্ষী থাকলেন হাওড়া স্টেশনে কর্মরত মহিলা আরপিএফরা।

আরও পড়ুন: হাওড়া-তারকেশ্বর শাখার বাতিল থাকছে এক গুচ্ছ ট্রেন

ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রী পুত্র সন্তানের জন্ম দিলেন। সোমবার টহলরত অবস্থায় হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো দুরপাল্লার ট্রেনের ভিতর এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রণার বিষয়টি নজরে আসে আরপিএফের মহিলা স্টাফদের। তাদের সহায়তাতেই জন্ম হয় শিশুটির। পরে রেল পুলিশই সেই মহিলাকে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ আছে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওইদিন প্রায় সোয়া ৮টা নাগাদ রেল পুলিশের মহিলা টিম প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন। সেই সময় ১৮ নম্বর প্ল্যাটফর্মে একটি দুরপাল্লার ট্রেনের এস ৬ নম্বর কোচ থেকে এক মহিলার কান্নার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে তারা সেই মহিলাকে সাহায্যের জন্য তাঁর কাছে সেই কোচে পৌঁছোয়।

আরও পড়ুন: আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা

সেখানে তাঁরা দেখেন ললিতা গুন্ড ওরফে পূজা নামে এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছেন। তাঁর অ্যাডভান্স স্টেজ ছিল। এই অবস্থা দেখে রেল পুলিশ কর্মীরা একটা বেডশিট দিয়ে তাঁকে ঘিরে দেন। এরপর তাদের সহায়তায় পূজা সেই কোচেই জন্ম দেন এক পুত্র সন্তানের। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী অপেক্ষা করছিল স্টেশনে।
সেই অ্যাম্বুলেন্সে করে মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে ললিতার বাড়ি আসামের ডিমাকুচিতে। সে তাঁর স্বামী পদমের সঙ্গে কৃষ্ণরাজপুরম থেকে হাওড়ায় এসেছিলেন বেড়াতে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দু’জনেই এখন সুস্থ আছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইনরক্ষকদের হাতেই হাওড়া স্টেশনে প্রথম পৃথিবীর আলো দেখল এক নবজাতক

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার

 

আইভি আদক, হাওড়া : যাঁরা আইনের রক্ষক, তাঁদের কাছে সোমবার দিনটা ছিল একেবারে অন্যরকম। নবজাতকের জন্মের সাক্ষী থাকলেন হাওড়া স্টেশনে কর্মরত মহিলা আরপিএফরা।

আরও পড়ুন: হাওড়া-তারকেশ্বর শাখার বাতিল থাকছে এক গুচ্ছ ট্রেন

ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রী পুত্র সন্তানের জন্ম দিলেন। সোমবার টহলরত অবস্থায় হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো দুরপাল্লার ট্রেনের ভিতর এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রণার বিষয়টি নজরে আসে আরপিএফের মহিলা স্টাফদের। তাদের সহায়তাতেই জন্ম হয় শিশুটির। পরে রেল পুলিশই সেই মহিলাকে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ আছে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওইদিন প্রায় সোয়া ৮টা নাগাদ রেল পুলিশের মহিলা টিম প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন। সেই সময় ১৮ নম্বর প্ল্যাটফর্মে একটি দুরপাল্লার ট্রেনের এস ৬ নম্বর কোচ থেকে এক মহিলার কান্নার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে তারা সেই মহিলাকে সাহায্যের জন্য তাঁর কাছে সেই কোচে পৌঁছোয়।

আরও পড়ুন: আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা

সেখানে তাঁরা দেখেন ললিতা গুন্ড ওরফে পূজা নামে এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছেন। তাঁর অ্যাডভান্স স্টেজ ছিল। এই অবস্থা দেখে রেল পুলিশ কর্মীরা একটা বেডশিট দিয়ে তাঁকে ঘিরে দেন। এরপর তাদের সহায়তায় পূজা সেই কোচেই জন্ম দেন এক পুত্র সন্তানের। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী অপেক্ষা করছিল স্টেশনে।
সেই অ্যাম্বুলেন্সে করে মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে ললিতার বাড়ি আসামের ডিমাকুচিতে। সে তাঁর স্বামী পদমের সঙ্গে কৃষ্ণরাজপুরম থেকে হাওড়ায় এসেছিলেন বেড়াতে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দু’জনেই এখন সুস্থ আছে।