২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের ইসরাইলি সেনার বুলেটের নিশানায় নিহত ফিলিস্তিনি কিশোর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরায়েলি সেনাবাহিনীর বুলেটের নিশানায় প্রাণ গেছে ফিলিস্তিনি ১২ বছরের কিশোরের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সূত্রে এই খবর প্রকাশ্যে আসে। নিহত কিশোরের নাম মোহাম্মদ আল-আলামি। ফিলিস্তিনের বেইত ওমর শহরে ওই কিশোরের মৃত্যু হয়।

বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত হয় মোহাম্মদ আল-আলামি। একটি গাড়িতে করে বাবার সঙ্গে যাওয়ার ইসরায়েলি সেনার গুলি লাগে তার বুকে। পরে গুলিবিদ্ধ ওই কিশোরের মৃত্যু হয়।

একটি ইসরায়েলি সেনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে কয়েকজন নেমে মাটি খুঁড়তে শুরু করে। সেনারা সেখানে গিয়ে দুটি ব্যাগ দেখতে পান। একটি ব্যাগে এক নবজাতককে দেখা যায়। চলে যাওয়ার কিছুক্ষণ পর গাড়িটি আবার ওই জায়গায় আসে। তখন সেনারা গাড়িটিকে থামার নির্দেশ দেন। কিন্তু গাড়িটি না থামলে তারা ফাঁকা গুলি চালাতে বাধ্য হন। এরপরও না থামলে এক সেনা গাড়িটির টায়ারে গুলি করেন। তবে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগটি তারা খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ৩২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হন। গুলি লাগে ১৭ বছর তরুণ মুনির আল-তামিমি গায়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ইসরাইলি সেনার বুলেটের নিশানায় নিহত ফিলিস্তিনি কিশোর

আপডেট : ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরায়েলি সেনাবাহিনীর বুলেটের নিশানায় প্রাণ গেছে ফিলিস্তিনি ১২ বছরের কিশোরের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সূত্রে এই খবর প্রকাশ্যে আসে। নিহত কিশোরের নাম মোহাম্মদ আল-আলামি। ফিলিস্তিনের বেইত ওমর শহরে ওই কিশোরের মৃত্যু হয়।

বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত হয় মোহাম্মদ আল-আলামি। একটি গাড়িতে করে বাবার সঙ্গে যাওয়ার ইসরায়েলি সেনার গুলি লাগে তার বুকে। পরে গুলিবিদ্ধ ওই কিশোরের মৃত্যু হয়।

একটি ইসরায়েলি সেনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে কয়েকজন নেমে মাটি খুঁড়তে শুরু করে। সেনারা সেখানে গিয়ে দুটি ব্যাগ দেখতে পান। একটি ব্যাগে এক নবজাতককে দেখা যায়। চলে যাওয়ার কিছুক্ষণ পর গাড়িটি আবার ওই জায়গায় আসে। তখন সেনারা গাড়িটিকে থামার নির্দেশ দেন। কিন্তু গাড়িটি না থামলে তারা ফাঁকা গুলি চালাতে বাধ্য হন। এরপরও না থামলে এক সেনা গাড়িটির টায়ারে গুলি করেন। তবে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগটি তারা খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ৩২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হন। গুলি লাগে ১৭ বছর তরুণ মুনির আল-তামিমি গায়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।