০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদার কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আটক পাঁচ সদস্যের সঙ্গে পোষ্যদেরও উদ্ধার করল দমকল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 15

Representative image

 

 

আরও পড়ুন: একটা গর্জন হল, ভেঙে পড়ল ঘরের ছাদ…

 

আরও পড়ুন: হুগলি ইমামবাড়ার কিছুটা অংশ ভেঙে পড়ল

 

 

পুবের কলম প্রতিবেদক: সোমবার শিয়ালদায়   পূরবী সিনেমা হল লাগোয়া একটি পুরনো বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে।

৩৬ মহাত্মা গান্ধি রোডের এই প্রাচীণ বাড়িটির সিঁড়ির একাংশ হটাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। ওই বাড়ির তিনতলায় বসবাস করতেন দুটি পরিবারের মোট পাঁচজন সদস্য।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী।পরে ঘটনাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনারও।  শুরু হয় আটকে পড়া সদস্যদের উদ্ধারের  কাজ। একেএকে সবাইকে নিরাপদে ওই বাড়ি থেকে বের করে আনা হয়। ওই পাঁচজনের মধ্যে একজন শিশু ও বৃদ্ধাও ছিলেন।  পরিবারের সদস্যদের সঙ্গে আটকে পড়ে একটি পোষ্য সারমেয়ও। তাকে উদ্ধার করেন দমকলকর্মীরা।

 

উদ্ধার হওয়ার পরেও আতঙ্ক কাটেনি সদস্যদের।তাঁদের অভিযোগ পাশেই একটি বাড়ির কাজ চলছে। একে তো তীব্র আওয়াজে তাঁদের জেরবার অবস্থা। তারপর একটানা কাজের জেরে যে কম্পন হচ্ছে তার ফলেই পুরনো বাড়ির ওই সিঁড়িটির একাংশ ধসে পড়ে।

অবশ্য স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি দীর্ঘদিন ধরেই ৩৬ নম্বর এমজি রোডের ওই বাড়ির অবস্থা অত্যন্ত নড়বড়ে। কোনরকম রক্ষণাবেক্ষণ হয়না। তার ফলেই এই আজ এইঅবস্থা। আরও বড় কোন দুর্ঘটনা হতে পারত।

বাড়ির আবাসিকদের অবশ্য দাবি তাঁরা দীর্ঘদিন ধরেই জীর্ণ বাড়িটি মেরামতের কথা বাড়িওয়ালা কে জানিয়ে আসছেন কাজের কাজ কিছু হয়নি। পুরসভাকেও জানিয়েছেন বলে দাবি করেছেন তাঁরা। শুধু ওই পাঁচজন নয় ছিল তাঁদের পোষ্য সারমেয় এবং খরগোশও সকলেই কোনমতে প্রাণে রক্ষা পেয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদার কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আটক পাঁচ সদস্যের সঙ্গে পোষ্যদেরও উদ্ধার করল দমকল

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার

 

 

আরও পড়ুন: একটা গর্জন হল, ভেঙে পড়ল ঘরের ছাদ…

 

আরও পড়ুন: হুগলি ইমামবাড়ার কিছুটা অংশ ভেঙে পড়ল

 

 

পুবের কলম প্রতিবেদক: সোমবার শিয়ালদায়   পূরবী সিনেমা হল লাগোয়া একটি পুরনো বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে।

৩৬ মহাত্মা গান্ধি রোডের এই প্রাচীণ বাড়িটির সিঁড়ির একাংশ হটাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। ওই বাড়ির তিনতলায় বসবাস করতেন দুটি পরিবারের মোট পাঁচজন সদস্য।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী।পরে ঘটনাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনারও।  শুরু হয় আটকে পড়া সদস্যদের উদ্ধারের  কাজ। একেএকে সবাইকে নিরাপদে ওই বাড়ি থেকে বের করে আনা হয়। ওই পাঁচজনের মধ্যে একজন শিশু ও বৃদ্ধাও ছিলেন।  পরিবারের সদস্যদের সঙ্গে আটকে পড়ে একটি পোষ্য সারমেয়ও। তাকে উদ্ধার করেন দমকলকর্মীরা।

 

উদ্ধার হওয়ার পরেও আতঙ্ক কাটেনি সদস্যদের।তাঁদের অভিযোগ পাশেই একটি বাড়ির কাজ চলছে। একে তো তীব্র আওয়াজে তাঁদের জেরবার অবস্থা। তারপর একটানা কাজের জেরে যে কম্পন হচ্ছে তার ফলেই পুরনো বাড়ির ওই সিঁড়িটির একাংশ ধসে পড়ে।

অবশ্য স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি দীর্ঘদিন ধরেই ৩৬ নম্বর এমজি রোডের ওই বাড়ির অবস্থা অত্যন্ত নড়বড়ে। কোনরকম রক্ষণাবেক্ষণ হয়না। তার ফলেই এই আজ এইঅবস্থা। আরও বড় কোন দুর্ঘটনা হতে পারত।

বাড়ির আবাসিকদের অবশ্য দাবি তাঁরা দীর্ঘদিন ধরেই জীর্ণ বাড়িটি মেরামতের কথা বাড়িওয়ালা কে জানিয়ে আসছেন কাজের কাজ কিছু হয়নি। পুরসভাকেও জানিয়েছেন বলে দাবি করেছেন তাঁরা। শুধু ওই পাঁচজন নয় ছিল তাঁদের পোষ্য সারমেয় এবং খরগোশও সকলেই কোনমতে প্রাণে রক্ষা পেয়েছেন।