০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চার মাস আগে জন্মে প্রিম্যাচিউর শিশু জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্ক: গর্ভধারণের মাত্র ২২ তম সপ্তাহে জন্ম নিয়েছে এই দুই শিশু। নির্ধারিত সময়ের ১৮ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হওয়ায় যমজ এ দুই ভাইবোন জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে অপরিণত যমজ শিশু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে কানাডার দুই ভাই–বোন। ২২ সপ্তাহে জন্ম নেওয়া অপরিণত ওই যমজ ভাইবোনের নাম আদিয়াহ ও আদ্রিয়াল নাদারাজাহ। তাদের বয়স এখন এক বছর। আদিয়াহ ও আদ্রিয়াল ১২৬ দিনে জন্ম নিয়েছিল। এর আগে ২০১৮ সালে ১২৫ দিন জন্ম নিয়ে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের এক যমজ শিশু একই রেকর্ড করেছিল।

গিনেস রেকর্ডস বলছে, শিশুরা যদি ২২ সপ্তাহের এক ঘণ্টা আগেও জন্ম নিত, তবে হাসপাতাল তাদের জীবন রক্ষার পরিমাপ করার কোনো চেষ্টাই করত না। এই প্রসঙ্গে, শিশুদের মা শাকিনা রাজেন্দ্রাম জানান, গর্ভধারণের ২১তম সপ্তাহের পঞ্চম দিনেই তিনি প্রসববেদনা অনুভব করেন।

দ্রুত পাশের একটি হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান, গর্ভের শিশু দুটির অবস্থা ভালো নেই এবং বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। এ ঘটনারই কয়েক মাস আগে শাকিনা গর্ভপাতেরও শিকার হন। আসলে বেশিরভাগ হাসপাতালই গর্ভধারণের ২৪ থেকে ২৬ সপ্তাহ পূর্ণ না হলে গর্ভস্থ শিশুকে বাঁচানোর প্রচেষ্টা করে না।

পরে এ দম্পতি টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালে যান; সৌভাগ্যক্রমে সেখানে নবজাতকদের জন্য একটি বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় তা এ বাচ্চা দুটিকে বাঁচিয়ে রাখতে কার্যকরী ভূমিকা রাখে। প্রথম দিকে কিছু শারীরিক জটিলতায় ভুগলেও আদিয়াহ আর আদ্রিয়াল এখন সুস্থ আছে। সম্প্রতি তারা নিজেদের প্রথম জন্মদিনও পালন করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চার মাস আগে জন্মে প্রিম্যাচিউর শিশু জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গর্ভধারণের মাত্র ২২ তম সপ্তাহে জন্ম নিয়েছে এই দুই শিশু। নির্ধারিত সময়ের ১৮ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হওয়ায় যমজ এ দুই ভাইবোন জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে অপরিণত যমজ শিশু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে কানাডার দুই ভাই–বোন। ২২ সপ্তাহে জন্ম নেওয়া অপরিণত ওই যমজ ভাইবোনের নাম আদিয়াহ ও আদ্রিয়াল নাদারাজাহ। তাদের বয়স এখন এক বছর। আদিয়াহ ও আদ্রিয়াল ১২৬ দিনে জন্ম নিয়েছিল। এর আগে ২০১৮ সালে ১২৫ দিন জন্ম নিয়ে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের এক যমজ শিশু একই রেকর্ড করেছিল।

গিনেস রেকর্ডস বলছে, শিশুরা যদি ২২ সপ্তাহের এক ঘণ্টা আগেও জন্ম নিত, তবে হাসপাতাল তাদের জীবন রক্ষার পরিমাপ করার কোনো চেষ্টাই করত না। এই প্রসঙ্গে, শিশুদের মা শাকিনা রাজেন্দ্রাম জানান, গর্ভধারণের ২১তম সপ্তাহের পঞ্চম দিনেই তিনি প্রসববেদনা অনুভব করেন।

দ্রুত পাশের একটি হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান, গর্ভের শিশু দুটির অবস্থা ভালো নেই এবং বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। এ ঘটনারই কয়েক মাস আগে শাকিনা গর্ভপাতেরও শিকার হন। আসলে বেশিরভাগ হাসপাতালই গর্ভধারণের ২৪ থেকে ২৬ সপ্তাহ পূর্ণ না হলে গর্ভস্থ শিশুকে বাঁচানোর প্রচেষ্টা করে না।

পরে এ দম্পতি টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালে যান; সৌভাগ্যক্রমে সেখানে নবজাতকদের জন্য একটি বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় তা এ বাচ্চা দুটিকে বাঁচিয়ে রাখতে কার্যকরী ভূমিকা রাখে। প্রথম দিকে কিছু শারীরিক জটিলতায় ভুগলেও আদিয়াহ আর আদ্রিয়াল এখন সুস্থ আছে। সম্প্রতি তারা নিজেদের প্রথম জন্মদিনও পালন করেছে।