মিলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এক প্রস্তুতি বৈঠক

- আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: ১০ ফেব্রুয়ারি উদ্বোধন হবে পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসব। প্রতি বছরের মতো এবারও ক্রয় ও বিক্রয়ের সঙ্গে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, জব মেলা, কেরিয়ার গাইডেন্স ইত্যাদি। সোমবার এক প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন কালচারাল সাব কমিটির চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, ডেপুটি সেক্রেটারি শাহিদ আলম, জিএম মুহাম্মদ সাজ্জাদ সিদ্দিকী প্রমুখ।
এই বৈঠকে পুবের কলম পত্রিকার সহযোগিতায় সাংস্কৃতিক ও সেবা সংস্থা ‘একটি কুসুম-এর উদ্যোগে ১১ ফেব্রুয়ারি মাগরিব বাদ অনুষ্ঠিত হবে বৈচিত্রমূলক একটি অনুষ্ঠান।
এতে থাকবে ছায়ানট শিল্পীগোষ্ঠী রবীন্দ্র সংগীত, তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুলের কচিকাঁচাদের পরিবেশিত গান ও তার নৃত্যায়ন প্রভৃতি। এছাড়া এই অনুষ্ঠানে সংবর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে পশ্চিমবাংলা। অথচ তাঁরা ব্যাপকভাবে পরিচিত নন। এছাড়া থাকবে আরও কিছু অনুষ্ঠান। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লুবিএমডিএফসি-র দুই প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য ও জামিলা ওয়ারসা।