০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গিদের গুলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে মৃত্যু আধা সামরিক বাহিনীর জওয়ানের 

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 29

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার ১৯ অগাস্ট ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক বিএসএফ জওয়ান।জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটির সঙ্গে বিএসএফের তুমুল গুলির লড়াই চলে।সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আধা সামরিক বাহিনীর ওই জওয়ান।ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার থানার অধীনে এক সীমান্তবর্তী এলাকায়।প্রায় জনমানবহীন ওই জায়গায় ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মিজোরাম এবং বাংলাদেশের ত্রৈসীমানা রয়েছে।

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

বিএসএফ সূত্রে খবর, শহিদ ওই বিএসএফ সদস্যের নাম গিরজেশ কুমার উদ্দে , বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়। গুলিযুদ্ধে গুরুতর জখম হওয়ার পর তাঁকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর।কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ওই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

এই প্রসঙ্গে,উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, বিনা প্ররোচনাতেই গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ। ওই সময় গিরজেশ কুমার উদ্দে তাঁর সহযোদ্ধাদের সঙ্গে সীমান্তে টহলদারি অভিযান পরিচালনা করছিলেন। অতর্কিত হামলা চালায় জঙ্গিরা।

 

প্রসঙ্গত, তবে এই ঘটনা প্রথম নয়, গত বছর একই রকম হামলায় ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সীমান্তের কাছে গা ঢাকা দিয়ে ছিল এনএলএফটি জঙ্গিরা বলেই খবর ছিল।তারাই অতর্কিতে হামলা চালিয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জঙ্গিদের গুলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে মৃত্যু আধা সামরিক বাহিনীর জওয়ানের 

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার ১৯ অগাস্ট ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক বিএসএফ জওয়ান।জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটির সঙ্গে বিএসএফের তুমুল গুলির লড়াই চলে।সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আধা সামরিক বাহিনীর ওই জওয়ান।ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার থানার অধীনে এক সীমান্তবর্তী এলাকায়।প্রায় জনমানবহীন ওই জায়গায় ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মিজোরাম এবং বাংলাদেশের ত্রৈসীমানা রয়েছে।

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

বিএসএফ সূত্রে খবর, শহিদ ওই বিএসএফ সদস্যের নাম গিরজেশ কুমার উদ্দে , বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়। গুলিযুদ্ধে গুরুতর জখম হওয়ার পর তাঁকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর।কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ওই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

এই প্রসঙ্গে,উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, বিনা প্ররোচনাতেই গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ। ওই সময় গিরজেশ কুমার উদ্দে তাঁর সহযোদ্ধাদের সঙ্গে সীমান্তে টহলদারি অভিযান পরিচালনা করছিলেন। অতর্কিত হামলা চালায় জঙ্গিরা।

 

প্রসঙ্গত, তবে এই ঘটনা প্রথম নয়, গত বছর একই রকম হামলায় ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সীমান্তের কাছে গা ঢাকা দিয়ে ছিল এনএলএফটি জঙ্গিরা বলেই খবর ছিল।তারাই অতর্কিতে হামলা চালিয়েছিল।