গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে ভয়াবহ আগুন, দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল

- আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: দিন দুপুরের ব্যস্তসম সময়ের কলকাতার শহরে ফের ঘটনা একটি আগুনের ঘটনা। শনিবার ১৭২টি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে আগুন ধরে যায়। বৈষ্ণবঘাটা-পাটুলি একটি জনবহুল রাস্তা হিসেবেই পরিচিত। হঠাৎ করে এই আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতি দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। প্রায় তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকটি সামনের অংশটি পুড়ে গিয়েছে। সিলিন্ডারগুলিকে জলে ফেলে কুলিং পদ্ধতির সঙ্গে ঠান্ডা করা হয়।
স্থানীয় মানুষের সঙ্গে এখানে প্রায় নিত্যদিন গ্যাস সিলিন্ডার লোডিং- আনলোডিংয়ের কাজ চলে। প্রশাসন সব দেখেও নিশ্চুপ। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দেড় অভিযোগ, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে। তবে এই ঘটনা মারাত্মক আকার ধারণ করলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারত। কারণ ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি পেট্রোল পাম্প, কে কে কলেজ, ও একটি হাসপাতাল।
এমনটি জনবসতি পূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে কেন গ্যাস লোডিং-আনলোডিং করা হচ্ছে, তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষ।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, তিনি এই ঘটনা দেখামাত্রই বাড়ির বাইরে রাখা গাড়িকে গ্যারেজের মধ্যে ঢোকাতে ব্যস্ত হয়ে পড়েন।