সম্প্রীতির অনন্য নজির, পণ্ডিতের শেষকৃত্যে এগিয়ে এলেন কাশ্মীরি মুসলিমরা

- আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রীতির অনন্য নজির জম্মু ও কাশ্মীরে। মৃত এক কাশ্মীরি পণ্ডিতের শেষকৃত্য সম্পূর্ণ করলেন কাশ্মীরিরের মুসলিমরা। উপত্যকা রাজ্যটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে এই ঘটনা। অশোক কুমার ওয়াঙ্গু মঙ্গলবার বিকেলে পাম্পোর শহরের দ্রঙ্গাবলে নিজ বাসভবনে মারা যান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ জম্মুতে নিয়ে যাওয়ার পরিবর্তে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায় এখানেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয়। সেমত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। ঘটনায় মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পণ্ডিতরা। মোহাম্মদ ইউসুফ মালিক ও ওয়াঙ্গুর শৈশবের সহপাঠী ও বন্ধু ছিলেন। ইউসুফের কথায়, ‘তার এলাকা সবসময় হিন্দু-শিখ-মুসলিম ঐক্যে ও সম্প্রীতি নিয়ে থাকেন।’
রাজু ভাট বলেন, “মুসলিম সম্প্রদায়ের পুরুষ, মহিলা এবং শিশুরা সবাই আমাদের সাহায্য করেছিল। আমাদের খুব বেশি কিছু করতে হয়নি। এটি আমাদের জন্য নতুন নয়। এমনটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এলাকায়। এটিই কাশ্মীরীয়ত।”
আরেক মুসলিম ইউসুফ মালিক বলেন, “আমাদের এখানে কখনোই কোনো সমস্যা হয়নি। হিন্দু, মুসলমান এবং শিখরা একসাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করেছে। আমরা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই। পণ্ডিত সম্প্রদায় সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়াঙ্গুকে শেষকৃত্যের জন্য জম্মুতে নিয়ে যাবে না। এখানেই শেষকৃত্য সম্পূর্ণ করতে চেয়েছে তারা। সেমত আমরা সবাই সাহায্য করেছি।”