১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বানারহাট থানা এলাকায় বাইসনের হামলায় জখম হলেন এক মহিলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 22

 

 

 

শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স:  বাইসনের হামলায় জখম হলেন এক মহিলা।   মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে নাগরাকাটা ব্লক ও বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়। জানা গিয়েছে,  এদিন খয়েককাটা জংগল থেকে একটি বাইসন কলাবাড়ি লালস্কুল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। সে সময়  বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে সেটিকে দেখতে মানুষ ভিড় করে। আশ্রি ওড়াও নামে এক মহিলা বাইসন টিকে দেখতে ঘটনাস্থলে জান। সেই সময় বাইসনের হামলায় ওই মহিলা গুরুতর আহত হয়। আহত মহিলার নামআসারি ওরাও(৬০)।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। আহত মহিলা কে উদ্ধার করে বানারহাট প্রাথমিক সু স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।  ঘটনাস্থলে বনকর্মীরা বাইসনটির ওপর নজরদাড়ি চালাচ্ছেন৷ এই ঘটনায় মানুষ য়ে বন্যপ্রাণী সম্পর্কে সচেতন নয় তার প্রমান ফের পাওয়া গেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বানারহাট থানা এলাকায় বাইসনের হামলায় জখম হলেন এক মহিলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

 

শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স:  বাইসনের হামলায় জখম হলেন এক মহিলা।   মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে নাগরাকাটা ব্লক ও বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়। জানা গিয়েছে,  এদিন খয়েককাটা জংগল থেকে একটি বাইসন কলাবাড়ি লালস্কুল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। সে সময়  বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে সেটিকে দেখতে মানুষ ভিড় করে। আশ্রি ওড়াও নামে এক মহিলা বাইসন টিকে দেখতে ঘটনাস্থলে জান। সেই সময় বাইসনের হামলায় ওই মহিলা গুরুতর আহত হয়। আহত মহিলার নামআসারি ওরাও(৬০)।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। আহত মহিলা কে উদ্ধার করে বানারহাট প্রাথমিক সু স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।  ঘটনাস্থলে বনকর্মীরা বাইসনটির ওপর নজরদাড়ি চালাচ্ছেন৷ এই ঘটনায় মানুষ য়ে বন্যপ্রাণী সম্পর্কে সচেতন নয় তার প্রমান ফের পাওয়া গেল।