১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

চামেলি দাস
- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 75
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বৃহস্পতিবার ঘটে গেল মর্মান্তিক ঘটনা কুলতলিতে।এদিন কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সানকিজাহান এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের।মৃতের নাম জিতেন্দ্র সিং,বয়স ৩৮ বছর, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব শ্রীরামপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় জিতেন্দ্র বাবু কুলতলি থানার সানকিজাহান এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দা স্বপন মাইতির বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন হঠাৎই তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
আর এই ঘটনার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি।আর তাতে আতঙ্কিত হয়ে পড়েন স্বপনের পরিবারের সদস্যরা।তারা তাকে দ্রুত উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কুলতলি থানার পুলিশ।প্রাথমিক তদন্তের পরে পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিনই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।তবে ঠিক কিভাবে বিদ্যুৎপৃষ্ট হলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ।