১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মহিলাদের কটুক্তির প্রতিবাদ করায় মার খেলেন এক যুবক কুলতলিতে

আফিয়া নৌশিন
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 41
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : উল্টো রথের শোভাযাত্রায় মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে।শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলতলির মধুসূদনপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুসূদনপুর রথ কমিটির রথ ভাটার মোড় এলাকায় এলে চার যুবক মহিলাদেরকে কটুক্তি করে। শফিকুল লস্কর নামের এক রথ কমিটির সদস্য প্রতিবাদ করেন। চার যুবক তখন শফিকুল লস্কর কে ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম হয় শফিকুল লস্কর।
রথ কমিটির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর শফিকুল লস্কর কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই ঘটনায় কুলতলি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।ধৃতদের রবিবার কুলতলি থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।