০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দোতলা ছাদে  শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত তরুণী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 9

 

 

 

আইভি আদক, হাওড়া: দিদির বাড়ির দোতলা ছাদে লাউ শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলেন বছর তিরিশের এক তরুণী। হাওড়ার জগাছায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে স্থানীয় আনন্দ নিকেতন ক্লাবের কাছে। ওই তরুণীর নাম শায়রা বেগম। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ছাদে লাউ শাক কাটতে গিয়ে তরিদাহত হন তিনি। এরপর ওই অবস্থায় দোতলার ছাদ থেকে নিচে রাস্তায় পড়ে যান তিনি। মাথা ফেটে যায় তাঁর। গোটা শরীর কাঁপতে শুরু করে। তিনি জ্ঞান হারান। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামরাজাতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামাইবাবু স্বপন নন্দীর বাড়ির দোতলায় ছাদে শায়রা লাউ শাক কাটছিলেন। সেখানে সামনেই ছিল বিদ্যুতের হাইটেনশন তার। কোনওভাবে ওই তারেই তরিদাহত হয়ে তিনি নিচে পড়ে যান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দোতলা ছাদে  শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত তরুণী

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

 

 

 

আইভি আদক, হাওড়া: দিদির বাড়ির দোতলা ছাদে লাউ শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলেন বছর তিরিশের এক তরুণী। হাওড়ার জগাছায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে স্থানীয় আনন্দ নিকেতন ক্লাবের কাছে। ওই তরুণীর নাম শায়রা বেগম। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ছাদে লাউ শাক কাটতে গিয়ে তরিদাহত হন তিনি। এরপর ওই অবস্থায় দোতলার ছাদ থেকে নিচে রাস্তায় পড়ে যান তিনি। মাথা ফেটে যায় তাঁর। গোটা শরীর কাঁপতে শুরু করে। তিনি জ্ঞান হারান। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামরাজাতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামাইবাবু স্বপন নন্দীর বাড়ির দোতলায় ছাদে শায়রা লাউ শাক কাটছিলেন। সেখানে সামনেই ছিল বিদ্যুতের হাইটেনশন তার। কোনওভাবে ওই তারেই তরিদাহত হয়ে তিনি নিচে পড়ে যান।