আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 35
পুবের কলম, ওয়েবডেস্ক: আধার কার্ড নিয়ে বড় মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। কোনও অনুপ্রবেশকারী আধার কার্ড জোগাড় করে ফেললে, তাঁর কি ভোটাধিকার জন্মায়? প্রশ্ন তুলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিভিন্ন রাজ্য থেকে এসআইআর নিয়ে নানা পিটিশন দাখিল হয়েছে আদালতে। সেই সব পিটিশন একসঙ্গে শুনছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, যারা বৈধ নাগরিক নন, তাদের কাছে আধার কার্ড থাকলে, তাদেরও কি ভোটাধিকার দেওয়া উচিত? বিচারপতিরা বলেন, সমস্ত রকমের সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য আধার কার্ড তৈরি করা। এই নথি ভোটাধিকার দেয় না।
বিহারে এসআইআর চলাকালীন ১২ তম নথি হিসেবে আধার কার্ডকে গণ্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের নির্ধারিত ১১টি নথির সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করতে। তবে, তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করার কথা বলেনি শীর্ষ আদালতও। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, “আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না। সেই কারণেই আমরা বলেছিলাম যে এসআইআরের নথির মধ্যে একটি ডকুমেন্ট হবে আধার কার্ড। যদি কারোর নাম বাদ যায়, তাহলে তার নোটিশ দিতে হবে।”








































