টি-২০ বিশ্বকাপে পাক দলে ফিরছেন আমির

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে চলেছেন পাকিস্তানের জোরে বোলার মুহাম্মদ আমির। অবসর ভেঙে যোগ দিতে চলেছেন পাকিস্তানের জাতীয় দলে। টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ছিল আমিরের একান্তই নিজস্ব। ক্রিকেটের তিন সংস্করণের ধকল ও ইনজুরির হাত থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৯ সালে টেস্ট ক্রিকেট না বল দিয়ে প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের রোষানলে পড়েন আমির। দুই কোচের সঙ্গে সম্পর্কটা খারাপ হওয়ায় গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত নেন আমির। তবে ইঙ্গিত দেন দুই কোচ মিসবাহ ও ওয়াকার চাকরি ছাড়লেই জাতীয় দলে ফিরবেন।
আগের দিন মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পর অবসর ভেঙে জাতীয় দলে ফেলার কথা জানালেন আমির।