দল প্রতিষ্ঠার ১৩ বছর পর আপের ছাত্র সংগঠনের উদ্বোধন
- আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
- / 69
পুবের কলম,ওয়েবডেস্ক: দুর্নীতিতে বিদ্ধ দলের পুরনো নেতারা। তার উপর বিধানসভা ভোটে ভরাডুবি। তাই নজরে এবার তরুণ প্রজন্ম। সেই মন্ত্রেই ১৩ বছর পর নিজেদের ছাত্র সংগঠন খুলল আপ। মঙ্গলবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে প্রকাশ্যে এল আপের ছাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ফর অলটারনেটিভ পলিটিক্স (এএসএপি)। লক্ষ্য একটাই দেশের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা।
এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, “পর্যাপ্ত খাদ্য, উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো এবং শিক্ষা – বর্তমানে এই তিনটিরই অভাব আমাদের দেশে। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও আমরা এগুলি থেকে এখনও বঞ্চিত। কিন্তু আপের বিকল্প রাজনীতির মূল লক্ষ্যই হল ধনী এবং গরীব উভয়কেই এক শ্রেণিতে রাখা।”
এরপরই তিনি কংগ্রেস এবং বিজেপি নিশানা করে বলেন, “আমরা বিকল্প রাজনীতির কথা বলি কিন্তু এই দুটি দল মূল ধারার রাজনীতি করে।” কেজরিওয়ালের প্রশ্ন, “মূল ধারার রাজনীতি থেকে আমরা কী পেয়েছি?” তাঁর সংযোজন, “বিজেপির মূল ধারার রাজনীতি দিল্লিকে অন্ধকার করে দিয়েছে। এখন শহরে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ থাকে না। বেসরকারি স্কুলগুলির ফি আকাশ ছোঁয়া। সরকারি স্কুলগুলির মান তলানিতে এসে ঠেকেছে। দিল্লিবাসী আজ গভীর সঙ্কটে।”
প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা পরাজিত হন। ৭০ আসনের বিধানসভায় মাত্র ২২টিতে জেতে ঝাড়ু শিবির। বাকিগুলি যায় বিজেপির দখলে। ভোটের পরই কেজরিওয়াল জানান, অন্যান্য দলের মূলধারার রাজনীতির তুলনায় আমাদের বিকল্প রাজনীতির শ্রেষ্ঠত্ব সম্পর্কে মানুষকে পুনর্বিবেচনা করতে বাধ্য করব। সেই লক্ষ্যেই এবার নিজেদের ছাত্র সংগঠন খুলল আপ।