০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাবে ‘একলা চলো’ আপের, কংগ্রেসের সঙ্গে জোট নয়

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: একদিনে দুই ধাক্কা কংগ্রেসের। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল, আপের মত দল। কিন্তু বুধবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একলা হাঁটবে তৃণমূল। লোকসভায় কংগ্রেসের সঙ্গে নো সিট শেয়ারিং। ইন্ডিয়া জোটে থাকবে তৃণমূল কিন্তু বাংলায় আসন সমঝোতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরেই এদিন একই কথা শোনালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ন্ত মান। তিনি বলেন, পঞ্জাবের ১৩ লোকসভা সিটে একলা লড়বে আপ। ইন্ডিয়া জোট থেকে তারা বেরিয়ে যাচ্ছেন না, তবে পঞ্জাবে সিট শেয়ার নয়।

পঞ্জাবের আপ নেতৃত্ব মনে করছে, আসন সমঝোতার ব্যাপারে একরোখা মনোভাব দেখাচ্ছে কংগ্রেস। তাই তারা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেয়, একা লড়ার। আর সেই প্রস্তাবে সিলমোহর দেন কেজরিওয়াল।

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১৩টি লোকসভা সিটে বিপুল ভোটে জিতবে তার দল, আম আদমি পার্টি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাবে ‘একলা চলো’ আপের, কংগ্রেসের সঙ্গে জোট নয়

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একদিনে দুই ধাক্কা কংগ্রেসের। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল, আপের মত দল। কিন্তু বুধবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একলা হাঁটবে তৃণমূল। লোকসভায় কংগ্রেসের সঙ্গে নো সিট শেয়ারিং। ইন্ডিয়া জোটে থাকবে তৃণমূল কিন্তু বাংলায় আসন সমঝোতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরেই এদিন একই কথা শোনালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ন্ত মান। তিনি বলেন, পঞ্জাবের ১৩ লোকসভা সিটে একলা লড়বে আপ। ইন্ডিয়া জোট থেকে তারা বেরিয়ে যাচ্ছেন না, তবে পঞ্জাবে সিট শেয়ার নয়।

পঞ্জাবের আপ নেতৃত্ব মনে করছে, আসন সমঝোতার ব্যাপারে একরোখা মনোভাব দেখাচ্ছে কংগ্রেস। তাই তারা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেয়, একা লড়ার। আর সেই প্রস্তাবে সিলমোহর দেন কেজরিওয়াল।

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১৩টি লোকসভা সিটে বিপুল ভোটে জিতবে তার দল, আম আদমি পার্টি।