‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 36
পুবের কলম,ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের। নো ইন্ডিয়া অ্যালায়েন্স । বিহারে একাই লড়বে আপ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাত, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসমের পর এবার বিহারের রাজনীতিতে ঘাঁটি গাড়তে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
এদিন সাংবাদিক বৈঠক করে বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। আরও বলেন কারোর সাহায্য না নিজের দম একাই লড়বে আপ। কংগ্রেসের সঙ্গে কোনও জোট নেই। ২০২৪ সালে সমস্ত বিরোধী দল সমন্বয়ে যে ইন্ডিয়া জোট গঠন হয়েছিল, সেটা শুধু ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য। আপ আপাতত আর সেই জোটে নেই। যদিও আপের একার এই লড়াইয়ের সিদ্ধান্তকে ভোট কাটার শঙ্কা করছে তেজস্বীরা। অন্যদিকে কেজরির এহেন সিদ্ধান্তকে কটাক্ষ করে বিজেপি । তাঁরা জানায়, আপের লজ্জা নেই। দিল্লির বিধানসভা নির্বাচনে মুখ থুবড়িয়ে পড়েও ক্ষান্ত হয়নি তিনি। এবার বিহারেও দিকে নজর দিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়িয়ে পড়েছে আপ। একেবারে ভরাডুবি। এমনকি নিজেও হেরে গেছেন। কিন্তু সম্প্রতি পঞ্জাব ও গুজরাতের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপের জয়ে বড়সড় স্বস্তি পেয়েছে কেজরি। ফের পূর্ণ উদ্যমে দেশজুড়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন আপ সুপ্রিমো।