পুবের কলম প্রতিবদেক: ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। রবিবার এক সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাঁর এই সিদ্ধান্তের পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। বিচারপতির পদ থেকে অবসর নিয়ে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেনে অভিজিৎ? ইতিমধ্যে এনিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে।” এরপরই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক।” শোনা যাচ্ছে, কলকাতার কোনও একটি আসন থেকে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী হতে পারনে বিচারপতি।
১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ‘ময়দানে নামতে চাই’ বললেন বিচারপতি
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার
- 147
ট্যাগ :
Abhijit Gangopadhyay's join Politics Calcutta High Court Calcutta High Court famous Justice Justice Abhijit Gangopadhyay Justice Abhijit Gangopadhyay is resigning submit his resignation to the President
সর্বধিক পাঠিত





































