SIR আতঙ্কে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা, বিশেষ কমিটি গঠন অভিষেকের
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 61
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বাসিন্দার। এই আবহে নিহতদের পরিবারের পাশে যাতে সর্বদা তৃণমূল কর্মীরা থাকেন সেই উদ্যোগ নিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটি বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই কমিটির সদস্যরা এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের কাছে যাবেন। আর্থিক সাহায্যেরও বন্দোবস্ত করা হবে। তৃণমূল সূত্রে খবর, এই নেতারা এসআইআর উদ্বেগের কারণে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন অভিষেকের নির্দেশ, এই নেতৃত্বকে সব সময় ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি সব রকম সাহায্য করতে হবে। ৮ নভেম্বর শনিবার থেকেই ওই দলের সদস্যরা যাঁরা মারা গিয়েছেন তাঁদের বাড়ি যাবেন।
শনিবারই পাঁচটি স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল প্রতিনিধি দল। আগরপাড়ায় আত্মহত্যা করা প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন সামিরুল ইসলাম ও পার্থ ভৌমিক, আর টিটাগড়ে কাকলি সরকারের পরিবারের কাছে যাবেন শশী পাঁজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য।
এছাড়া, ডানকুনির হাসিনা বেগম, হুগলির শেওড়াফুলির এক নারী এবং উলুবেড়িয়ার জাহির মালের পরিবারের সঙ্গেও তৃণমূল নেতারা সাক্ষাৎ করবেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি SIR-কে হাতিয়ার করে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। এক বৈধ ভোটারের নামও বাদ গেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে দল।

















































