০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক, শনিবার সিবিআইয়ের সামনে হাজিরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
  • / 67

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক:  নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ মে ফের নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনামুখী যাত্রা থামিয়ে আজই কলকাতায় ফিরছেন অভিষেক। হাই কোর্টের রায়ের পরেই অভিষেককে নোটিশ পাঠিয়েছে সিবিআই। শনিবার ১১টা সিবিআই হাজিরা দেবেন তিনি। নিজাম প্যালেসে কেন্দ্রীয় আধিকারিকদের মুখোমুখি হবেন তিনি।

অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার পাত্রসায়রে কুচিবাগান মাঠে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৬০ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছেন অভিষেক। সিবিআইয়ের তলবের কারণে সেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। এর আগে, মালদহের ইংরেজবাজারে ওই কর্মসূচিতে অভিষেকের মঞ্চে দেখা গিয়েছিল মমতাকে।

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

কুন্তল ঘোষের চিঠি মামলায় শনিবার সকাল ১১টায় অভিষেককে তলব করেছে সিবিআই। সেই নোটিস পাওয়ার পরই হাজিরা দিতে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ওই নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন মমতা।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি এই আবেদন জানান। পুলিশি হস্তক্ষেপ চেয়ে কুন্তল চিঠি দেন হেস্টিংস থানাতেও। সেই চিঠির বিষয়ে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, সিবিআই ও ইডি প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায় বিচারপতি অমৃতা সিন‌হার এজলাসে। সেখানে অভিষেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জি জানান। বিচারপতি অমৃতা সিনহা অভিষেককে মামলায় যুক্ত হতে বলেছিলেন। সেই অনুযায়ী, মামলাটিতে যুক্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানান। অভিষেক ও কুন্তলকে যে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে তা কেন করা হল তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে গিয়েছে।  তবে আইনজীবীদের বক্তব্য সেটি সম্পূর্ণ আদালতের বিষয়, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারবেন না। অভিষেককে তদন্তের বিষয়ে সহযোগিতা করতে হবে, না হলে আইনি ব্যবস্থা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক, শনিবার সিবিআইয়ের সামনে হাজিরা

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ মে ফের নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনামুখী যাত্রা থামিয়ে আজই কলকাতায় ফিরছেন অভিষেক। হাই কোর্টের রায়ের পরেই অভিষেককে নোটিশ পাঠিয়েছে সিবিআই। শনিবার ১১টা সিবিআই হাজিরা দেবেন তিনি। নিজাম প্যালেসে কেন্দ্রীয় আধিকারিকদের মুখোমুখি হবেন তিনি।

অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার পাত্রসায়রে কুচিবাগান মাঠে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৬০ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছেন অভিষেক। সিবিআইয়ের তলবের কারণে সেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। এর আগে, মালদহের ইংরেজবাজারে ওই কর্মসূচিতে অভিষেকের মঞ্চে দেখা গিয়েছিল মমতাকে।

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

কুন্তল ঘোষের চিঠি মামলায় শনিবার সকাল ১১টায় অভিষেককে তলব করেছে সিবিআই। সেই নোটিস পাওয়ার পরই হাজিরা দিতে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ওই নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন মমতা।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি এই আবেদন জানান। পুলিশি হস্তক্ষেপ চেয়ে কুন্তল চিঠি দেন হেস্টিংস থানাতেও। সেই চিঠির বিষয়ে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, সিবিআই ও ইডি প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায় বিচারপতি অমৃতা সিন‌হার এজলাসে। সেখানে অভিষেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জি জানান। বিচারপতি অমৃতা সিনহা অভিষেককে মামলায় যুক্ত হতে বলেছিলেন। সেই অনুযায়ী, মামলাটিতে যুক্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানান। অভিষেক ও কুন্তলকে যে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে তা কেন করা হল তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে গিয়েছে।  তবে আইনজীবীদের বক্তব্য সেটি সম্পূর্ণ আদালতের বিষয়, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারবেন না। অভিষেককে তদন্তের বিষয়ে সহযোগিতা করতে হবে, না হলে আইনি ব্যবস্থা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে।