১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলওয়ামায় হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অভিষেকের

পুবের কলম প্রতিবেদক:  জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায় শহিদ ৪০ জন ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসার নিন্দা জানিয়ে মঙ্গলবার শহিদ জওয়ানদের তিনি স্মরণ করেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ডায়মন্ড হারবারের সাংসদ শ্রদ্ধা জ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় যে সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন আজ তাঁদের স্মরণ করছি। সহিংসতার এই বর্বরোচিত কাজ কখনই ভোলা যাবে না। আমরা আমাদের বীর শহীদদের শোকাহত পরিবারের পাশে আছি। আমরা যে কোনো ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’

আরও পড়ুন: শোকে পাথর… পালিত হল না ঈদ-উল ফিতর, নামায আদায়ের মধ্যে দিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল কাশ্মীরের পুঞ্চ গ্রাম

এদিন শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, ‘আমরা আমাদের বীর নায়কদের স্মরণ করছি যাদেরকে পুলওয়ামায় এই দিনে হারিয়েছি। আমরা কখনও ভুলব না তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ। তাঁদের সাহস আমাদেরকে শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

আরও পড়ুন: পুলওয়ামা হামলা নিয়ে অবমাননাকর পোস্ট, ৫ বছরের কারাদণ্ড বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

প্রসঙ্গত, তিন বছর আগে ২০১৯ সালে আজকের দিনে জম্মু-,কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা হয়। ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার লেথোপোড়া অতিক্রম করার সময় সেটি আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। সেই হামলায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান। ১৪ ফেব্রুয়ারি সেই দিনকে স্মরণ করে জয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। সোমবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলওয়ামায় হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অভিষেকের

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায় শহিদ ৪০ জন ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসার নিন্দা জানিয়ে মঙ্গলবার শহিদ জওয়ানদের তিনি স্মরণ করেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ডায়মন্ড হারবারের সাংসদ শ্রদ্ধা জ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় যে সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন আজ তাঁদের স্মরণ করছি। সহিংসতার এই বর্বরোচিত কাজ কখনই ভোলা যাবে না। আমরা আমাদের বীর শহীদদের শোকাহত পরিবারের পাশে আছি। আমরা যে কোনো ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’

আরও পড়ুন: শোকে পাথর… পালিত হল না ঈদ-উল ফিতর, নামায আদায়ের মধ্যে দিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল কাশ্মীরের পুঞ্চ গ্রাম

এদিন শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, ‘আমরা আমাদের বীর নায়কদের স্মরণ করছি যাদেরকে পুলওয়ামায় এই দিনে হারিয়েছি। আমরা কখনও ভুলব না তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ। তাঁদের সাহস আমাদেরকে শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

আরও পড়ুন: পুলওয়ামা হামলা নিয়ে অবমাননাকর পোস্ট, ৫ বছরের কারাদণ্ড বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

প্রসঙ্গত, তিন বছর আগে ২০১৯ সালে আজকের দিনে জম্মু-,কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা হয়। ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার লেথোপোড়া অতিক্রম করার সময় সেটি আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। সেই হামলায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান। ১৪ ফেব্রুয়ারি সেই দিনকে স্মরণ করে জয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। সোমবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।