২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কপালে তিনটি নাকে একটি, মোট ৪টি  স্টিচ পড়েছে মুখ্যমন্ত্রীর,  জানালেন অভিষেক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক: বিনা মেঘে বজ্রপাতের মতোই আজ সন্ধ্যার দিকে হঠাৎ নিজের কালীঘাটের বাড়িতে ঘরের মধ্যে পায়চারি করার সময় পা হড়কে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে থাকা একটি আলমারিতে মাথা ঠুকে যায় তাঁর। গলগল করে রক্ত বের হতে থাকে।

গড়িয়াহাটের একটি অনুষ্ঠান সেরে সদ্য বাড়ি ফিরেছিলেন তিনি। তারপরেই অকস্মাৎ এই কাণ্ড ঘটে। সেই সময় ঘরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এ নিয়ে আসেন তিনি। তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় মুখ্যমন্ত্রীর।  হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মাথা থেকে নাক পর্যন্ত রক্ত গল গল করে বের হচ্ছিল।

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । প্রথমে উডবার্নে ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ওপিডি বিল্ডিংয়ে। মাথায় ব্যান্ডেজ। হুইল চেয়ারে বসিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে তার সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানের রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। প্রয়োজনীয় ড্রেসিং করানো হয়েছে। ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়িতে ফিরতে চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে। আগামিকাল তাঁর শারীরিক অবস্থা পুনরায় খতিয়ে দেখা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কপালে তিনটি নাকে একটি, মোট ৪টি  স্টিচ পড়েছে মুখ্যমন্ত্রীর,  জানালেন অভিষেক

আপডেট : ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিনা মেঘে বজ্রপাতের মতোই আজ সন্ধ্যার দিকে হঠাৎ নিজের কালীঘাটের বাড়িতে ঘরের মধ্যে পায়চারি করার সময় পা হড়কে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে থাকা একটি আলমারিতে মাথা ঠুকে যায় তাঁর। গলগল করে রক্ত বের হতে থাকে।

গড়িয়াহাটের একটি অনুষ্ঠান সেরে সদ্য বাড়ি ফিরেছিলেন তিনি। তারপরেই অকস্মাৎ এই কাণ্ড ঘটে। সেই সময় ঘরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এ নিয়ে আসেন তিনি। তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় মুখ্যমন্ত্রীর।  হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মাথা থেকে নাক পর্যন্ত রক্ত গল গল করে বের হচ্ছিল।

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । প্রথমে উডবার্নে ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ওপিডি বিল্ডিংয়ে। মাথায় ব্যান্ডেজ। হুইল চেয়ারে বসিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে তার সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানের রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। প্রয়োজনীয় ড্রেসিং করানো হয়েছে। ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়িতে ফিরতে চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে। আগামিকাল তাঁর শারীরিক অবস্থা পুনরায় খতিয়ে দেখা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।