১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Sealdah Division-এ কি AC লোকাল? কি বললেন রেল আধিকারিক

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ দিনের প্রত্যাশার পর অবশেষে শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকে লোকাল ট্রেন পেতে চলেছে পুর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। রেল সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই চেন্নাই থেকে থেকে ১২ কোচের দুটি নয়া এসি লোকাল ট্রেন শিয়ালদহে এসে পৌছাবে বলে জানান পূর্ব রেলের এক আধিকারিক।যদিও ঠিক কবে থেকে কোন রুটে চালান হবে এসি লোকাল, সে ব্যাপারে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও রেল সূত্রের খবর।

আরও পড়ুন: ডানকুনির যানজট নিয়ে নবান্নে বৈঠক, কাজ চলবে আরও দু’মাস জানাল রাজ্য

আরও পড়ুন: নতুন তিনটি এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন

জানা গিয়েছে, চেন্নাই-এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি থেকে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় এসে পৌঁছাবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নয়া লুকের এসি রেক। কলকাতায় এলে রেক দুটিকে আপাতত রাখা হবে নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে। সেখান থেকেই ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরেই ঠিক করা হবে, শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) কোন রুটে চালানো হবে ওই ট্রেন। অত্যাধুনিক প্রযুক্তির নয়া এসি লোকাল ট্রেনের দরজা খোলা এবং বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবেই।স্টেশনে যাত্রী তোলার পর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। পএর স্টেশনে পৌঁছানোর পরেই ফের খুলবে কোচের দরজা।

আরও পড়ুন: রেল স্টেশন-প্ল্যাটফর্মের ছবি তোলায় ব্লগার, ইউটিউবারদের বিরত থাকার আহ্বান জানাল পূর্ব রেল

উল্লেখ্য, বছর দু’য়েক আগে পুর্ব রেলের শহরতলির শাখায় বাতানুকূল লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। কিন্তু কিছু সমস্যার কারণে তা চালু করা যায়নি। তবে এবার খুব দ্রুতই শিয়ালদহে চালু হতে চলেছে এই ট্রেন।আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। যদিও কবে থেকে নয়া এসি ইএমইউ ট্রেনগুলি যাত্রী পরিষেবা দেবে তা জানা যায়নি।এমনকী রুট এবং ভাড়া কিংবা টাইম-টেবিল, এখনও চূড়ান্ত করা হয়নি বলেও রেল দফতর সুত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: বর্ধমান স্টেশনের ঘটনায় সহায়তা কেন্দ্র খোলা হলো হাওড়া স্টেশনে

 

সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Sealdah Division-এ কি AC লোকাল? কি বললেন রেল আধিকারিক

আপডেট : ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ দিনের প্রত্যাশার পর অবশেষে শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকে লোকাল ট্রেন পেতে চলেছে পুর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। রেল সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই চেন্নাই থেকে থেকে ১২ কোচের দুটি নয়া এসি লোকাল ট্রেন শিয়ালদহে এসে পৌছাবে বলে জানান পূর্ব রেলের এক আধিকারিক।যদিও ঠিক কবে থেকে কোন রুটে চালান হবে এসি লোকাল, সে ব্যাপারে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও রেল সূত্রের খবর।

আরও পড়ুন: ডানকুনির যানজট নিয়ে নবান্নে বৈঠক, কাজ চলবে আরও দু’মাস জানাল রাজ্য

আরও পড়ুন: নতুন তিনটি এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন

জানা গিয়েছে, চেন্নাই-এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি থেকে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় এসে পৌঁছাবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নয়া লুকের এসি রেক। কলকাতায় এলে রেক দুটিকে আপাতত রাখা হবে নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে। সেখান থেকেই ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরেই ঠিক করা হবে, শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) কোন রুটে চালানো হবে ওই ট্রেন। অত্যাধুনিক প্রযুক্তির নয়া এসি লোকাল ট্রেনের দরজা খোলা এবং বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবেই।স্টেশনে যাত্রী তোলার পর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। পএর স্টেশনে পৌঁছানোর পরেই ফের খুলবে কোচের দরজা।

আরও পড়ুন: রেল স্টেশন-প্ল্যাটফর্মের ছবি তোলায় ব্লগার, ইউটিউবারদের বিরত থাকার আহ্বান জানাল পূর্ব রেল

উল্লেখ্য, বছর দু’য়েক আগে পুর্ব রেলের শহরতলির শাখায় বাতানুকূল লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। কিন্তু কিছু সমস্যার কারণে তা চালু করা যায়নি। তবে এবার খুব দ্রুতই শিয়ালদহে চালু হতে চলেছে এই ট্রেন।আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। যদিও কবে থেকে নয়া এসি ইএমইউ ট্রেনগুলি যাত্রী পরিষেবা দেবে তা জানা যায়নি।এমনকী রুট এবং ভাড়া কিংবা টাইম-টেবিল, এখনও চূড়ান্ত করা হয়নি বলেও রেল দফতর সুত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: বর্ধমান স্টেশনের ঘটনায় সহায়তা কেন্দ্র খোলা হলো হাওড়া স্টেশনে