১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ছুটবে এসি লোকাল

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 169

পুবের কলম ওয়েবডেস্ক: তীব্র গরমে বরাবরই হাসফাঁস হতে হয় সাধারণকে। সেই গরমের মধ্যেই অফিস কিংবা দরকারি কাজে বেরতে হয় সকলকে। প্রবল গরম থেকে যাত্রীদের বাঁচাতে বড় উদ্যোগ নিল রেল। যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হতে চলেছে Aঙ্খ লোকাল ট্রেন। ট্রায়ালের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল প্রস্তুতি। তবে এই এসি লোকাল ট্রেন কোন-কোন স্টেশনে থামবে, তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এসি ট্রেন।

নিত্যযাত্রীদের দাবি, তীব্র গরমে খুবই কষ্ট হয় যাতায়াতের জন্য। আর সেইখানে ট্রেনে যাওয়া-আসা যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয়। এই ট্রেন চালু হলে আর সেই অস্বস্তি থাকবে না। স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যেতে পারবে নিত্যযাত্রীরা। উল্লেখ্য, রেল আগেই জানিয়েছিল শিয়ালদহ থেকে এসি লোকাল চালু হবে। আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছনোর পরেই খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই উদ্যোগ রেলের। সংশ্লিষ্ট দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার-গার্ডের কাছে। তাঁরাই ট্রেনের বগিগুলির দরজা পরিচালনা করবে।

আরও পড়ুন: শনি ও রবি শিয়ালদহ-দমদম শাখায় বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীর

আরও পড়ুন: রথযাত্রায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাচ্ছে রেল, ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ছুটবে এসি লোকাল

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: তীব্র গরমে বরাবরই হাসফাঁস হতে হয় সাধারণকে। সেই গরমের মধ্যেই অফিস কিংবা দরকারি কাজে বেরতে হয় সকলকে। প্রবল গরম থেকে যাত্রীদের বাঁচাতে বড় উদ্যোগ নিল রেল। যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হতে চলেছে Aঙ্খ লোকাল ট্রেন। ট্রায়ালের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল প্রস্তুতি। তবে এই এসি লোকাল ট্রেন কোন-কোন স্টেশনে থামবে, তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এসি ট্রেন।

নিত্যযাত্রীদের দাবি, তীব্র গরমে খুবই কষ্ট হয় যাতায়াতের জন্য। আর সেইখানে ট্রেনে যাওয়া-আসা যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয়। এই ট্রেন চালু হলে আর সেই অস্বস্তি থাকবে না। স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যেতে পারবে নিত্যযাত্রীরা। উল্লেখ্য, রেল আগেই জানিয়েছিল শিয়ালদহ থেকে এসি লোকাল চালু হবে। আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছনোর পরেই খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই উদ্যোগ রেলের। সংশ্লিষ্ট দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার-গার্ডের কাছে। তাঁরাই ট্রেনের বগিগুলির দরজা পরিচালনা করবে।

আরও পড়ুন: শনি ও রবি শিয়ালদহ-দমদম শাখায় বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীর

আরও পড়ুন: রথযাত্রায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাচ্ছে রেল, ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি