২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভারত না যোগ দিলেও বাংলাদেশে হবে এসিসির সভা

ইমামা খাতুন
- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 210
পুবের কলম প্রতিবেদক: এবারের এশিয়া কাপের (এসিসি) আসর বসবে ভারতে। চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এই টুর্নামেন্টের। তবে এর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।
চলতি জুলাইয়ের ২৪ তারিখে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। আর সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ক’দিন আগে এসিসি সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আবেদন জানিয়েছিল ভারত।
যদিও এখনও পর্যন্ত এসিসির সভা বাংলাদেশেই হবে বলে জানিয়েছে বিসিবি। সেই সভায় বিবিসিআইয়ের তরফে কেউ থাকবেন কিনা, সে ব্যাপারে তাদের কাছে কোনও খবর নেই।
এদিন বিসিবির এক আধিকারিক জানিয়েছেন, আশা করছি, এসিসির সভায় সদস্য দেশের সবাই উপস্থিত থাকবে। তবে ভারত একান্ত সেখানে না গেলে বাকিদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছে তারা।