১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাসন্তীতে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত ১, আহত ৩

সুস্মিতা
  • আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
  • / 195

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রবিবার মর্মান্তিক পথ দূর্ঘটনা বাসন্তীতে।মৃত এক, আহত তিন।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানার গৌরদাস পাড়া মোড়ে রবিবার দুপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাস যাত্রীর। আহত লরির চালক সহ তিন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে আলিপুরগামী SD24 রুটের বেসরকারি একটি বাস যাত্রী নিয়ে বাসন্তী থেকে আলিপুরের দিকে যাচছিল।আর বাসন্তী মুখী একটি মালবাহী লরির সাথে আচমকা বাসন্তী হাইওয়ের বাসন্তীর গৌর দাস পাড়ার কাছে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে।

এই ঘটনায় এক বাস যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে।আহত হয় বাস চালক জাকির হোসেন শেখ (৫২) সহ তিনজন।আহত বাস চালকের বাড়ি বাসন্তী থানার চোরা ডাকাতিয়া এলাকায়।স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সেখানে চিকিৎসা চলছে তার।লরির চালক পলাতক।মৃত বাস যাত্রীর নাম ও পরিচয় জানা যায় নি।আর পুরো ঘটনার তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাসন্তীতে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত ১, আহত ৩

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রবিবার মর্মান্তিক পথ দূর্ঘটনা বাসন্তীতে।মৃত এক, আহত তিন।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানার গৌরদাস পাড়া মোড়ে রবিবার দুপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাস যাত্রীর। আহত লরির চালক সহ তিন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে আলিপুরগামী SD24 রুটের বেসরকারি একটি বাস যাত্রী নিয়ে বাসন্তী থেকে আলিপুরের দিকে যাচছিল।আর বাসন্তী মুখী একটি মালবাহী লরির সাথে আচমকা বাসন্তী হাইওয়ের বাসন্তীর গৌর দাস পাড়ার কাছে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে।

এই ঘটনায় এক বাস যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে।আহত হয় বাস চালক জাকির হোসেন শেখ (৫২) সহ তিনজন।আহত বাস চালকের বাড়ি বাসন্তী থানার চোরা ডাকাতিয়া এলাকায়।স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সেখানে চিকিৎসা চলছে তার।লরির চালক পলাতক।মৃত বাস যাত্রীর নাম ও পরিচয় জানা যায় নি।আর পুরো ঘটনার তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ।