বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকন্যাকে বহুতল থেকে ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

- আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ বিশেষ চাহিদা সম্পন্ন কন্যাসন্তানকে খুন করার অভিযোগ চিকিৎসক মায়ের বিরুদ্ধে।বহুতল আবাসনের চার তলা থেকে ওই শিশুকে ছুড়ে ফেলে দেন মা।এরপর নিজেও বারান্দার রেলিং-এ উঠে আত্মহত্যা করার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাঁকে টেনে নামিয়ে দেয়।গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এসআর নগরে।
উল্লেখ্য,হত্যাকারী মা পেশাই দন্ত চিকিৎসক।ওই মহিলার নাম সুষমা ভরদ্বাজ।এবং তাঁর স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন মা।এরপর হঠাৎ করেই রেলিং থেকে ছুড়ে ফেলে দেন তিনি। পুলিশ সূত্রে খবর,অবসাদের জেরেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই মহিলা। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মহিলাকে উদ্ধার করে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ওই মাকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইপিসির ৩০৭ ধারায় (খুন)এর মামলা দায়ের করেছে। এই প্রসঙ্গে, ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল এবং শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল।সুষমা নামক ওই মহিলা দুই মাস আগে একটি রেলস্টেশনে ওই শিশুটিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল।তবে সেই সময় উনি সফল হননি।
প্রত্যক্ষদর্শীর বায়ান অনুযায়ী, বাচ্চাটিকে পরে থাকতে দেখে তিনি সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দ্বারা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আমি শুধু তাই করেছি যা আমি জানতাম।আমি সিপিআর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু শিশুটির অবস্থা গুরুতর ছিল। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার পরিবর্তে,আমি শিশুটিকে একটি কম্বলে জড়িয়ে হাসপাতালে নিয়ে যাই।”
কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। এটি একটি জীবন রক্ষাকারী চিকিৎসা কৌশল। হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ বন্ধ হয়ে গেলেও কৃত্রিমভাবে তা কিছু সময় চালিয়ে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ করাকে সিপিআর বলা হয় পুলিশকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান,আমি ওই মুহূর্তে জানতাম না বাচ্চাটা কার।ওই মুহূর্তে যেটা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি।যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পর্যন্তও বাচ্চাটি বেঁচে ছিল, পরে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।