১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কল্যাণীতে ১৯ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার
  • / 236

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে এক নারী নিগ্রহের ঘটনা। এবার নদিয়ার কল্যাণীতে ধর্ষণের অভিযোগ। অভিযোগ, শনিবার রাতে এক ১৯ বছরের যুবতীকে জোর করে ধর্ষণ করেছে ২৭ বছরের এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতে ওই যুবক ফোন করে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর স্থানীয় একটি স্কুলের পেছনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় মেয়েটির পরিবার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই মেয়েটির মা স্কুলের পেছনে ছেঁড়া জামাকাপড়ে মেয়েকে বেরিয়ে আসতে দেখেন। তাঁর পাশেই ছিল এক নেশাগ্রস্ত যুবক।

নির্যাতিতার মা জানান, তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত যুবকের জামার কলার ধরে চড়-থাপ্পড় মারেন এবং আটক রেখে খবর দেন থানায়। পরে কল্যাণী থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার সকালে নির্যাতিতার বাবা ও মা থানায় গিয়ে জোরপূর্বক ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে প্রতিবেশি এক গৃহবধূকে ধর্ষণ

নিগৃহীতার পরিবারের দাবি, মেয়ের চোখ, ঠোঁট, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য রবিবার দুপুরে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভুয়ো পাসপোর্ট সহ বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

নির্যাতিতার মা জানান, “রাত একটা নাগাদ ওই যুবক ফোন করে ওকে ডাকে। আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। সেই সুযোগ নিয়ে ওকে বাইরে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে।”

আরও পড়ুন: ওড়িশায় খনন বিরোধী প্রতিবাদে আদিবাসী নেত্রী নারংগিদেই মাঝির গ্রেফতারিতে নিন্দার ঝড়

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ও ধর্ষণের ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে কল্যাণী থানার তদন্তকারী দল। ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশে প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কল্যাণীতে ১৯ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ

আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে এক নারী নিগ্রহের ঘটনা। এবার নদিয়ার কল্যাণীতে ধর্ষণের অভিযোগ। অভিযোগ, শনিবার রাতে এক ১৯ বছরের যুবতীকে জোর করে ধর্ষণ করেছে ২৭ বছরের এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতে ওই যুবক ফোন করে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর স্থানীয় একটি স্কুলের পেছনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় মেয়েটির পরিবার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই মেয়েটির মা স্কুলের পেছনে ছেঁড়া জামাকাপড়ে মেয়েকে বেরিয়ে আসতে দেখেন। তাঁর পাশেই ছিল এক নেশাগ্রস্ত যুবক।

নির্যাতিতার মা জানান, তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত যুবকের জামার কলার ধরে চড়-থাপ্পড় মারেন এবং আটক রেখে খবর দেন থানায়। পরে কল্যাণী থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার সকালে নির্যাতিতার বাবা ও মা থানায় গিয়ে জোরপূর্বক ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে প্রতিবেশি এক গৃহবধূকে ধর্ষণ

নিগৃহীতার পরিবারের দাবি, মেয়ের চোখ, ঠোঁট, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য রবিবার দুপুরে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভুয়ো পাসপোর্ট সহ বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

নির্যাতিতার মা জানান, “রাত একটা নাগাদ ওই যুবক ফোন করে ওকে ডাকে। আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। সেই সুযোগ নিয়ে ওকে বাইরে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে।”

আরও পড়ুন: ওড়িশায় খনন বিরোধী প্রতিবাদে আদিবাসী নেত্রী নারংগিদেই মাঝির গ্রেফতারিতে নিন্দার ঝড়

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ও ধর্ষণের ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে কল্যাণী থানার তদন্তকারী দল। ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশে প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।