২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আজও জেলবন্দি, খালিদ, শারজিল, সাফুরা, তানহারা

ছেলে অসুস্থ, মাত্র ১০ দিনের প্যারল সিএএ আন্দোলনকারী খালিদ সাইফিকে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 87

পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের সিএএ আইনের তীব্র প্রতিবাদ করেছিলেন তাঁরা। এই আইনকে বৈষম্যমূলক ও সংবিধান বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। পরিণতি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন তথা ইউএপিএ’তে গ্রেফতারি। উমর খালিদ, শারজিল ইমাম, খালিদ সাইফি, গুলফিসা ফাতিমা, সাফুরা জারগার, দেবাঙ্গনা কালিতা, নাতাশা নারওয়াল, আসিফ ইকবাল তানহা সহ একঝাঁক তরুণ তুর্কিকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা এখনও জেলবন্দি।

 

আরও পড়ুন: সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর বাড়াল কেন্দ্র

এঁদের কেউ এমবিএ পড়ুয়া, কেউ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া ছিলেন। আজও পরিবার-পরিজন, প্রিয়জনদের থেকে বহু দূরে জেলের চার দেওয়ালে বন্দি জীবন কাটাচ্ছেন তাঁরা। এঁদেরই একজন খালিদ সাইফিকে দিল্লির কারকারডুমা আদালত ১০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। তাঁর ছেলের অসুস্থতার জন্য তাঁর আইনজীবী ১৫ দিনের জামিন চেয়েছিলেন।

 

কিন্তু, আদালত মাত্র ১০দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। সিএএ বিরোধী আ¨োলনকে কেন্দ্র করে ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ইউএপিএ’তে সাইফি পাঁচ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। জাফরাবাদ রাস্তা অবরোধ করার অভিযোগে এমবিএ ছাত্রী গুলসিতা ফাতিমাকে ২০২০ সালের ৯ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।

 

চলতি বছরের ১১ এপ্রিল একটি এফআইআর মামলায় জামিন পেলেও আরও একটি এফআইআর-এ তাঁকে ফের গ্রেফতার করা হয়। আর এক ছাত্রনেতা উমর খালিদ সেই ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর থেকে জেলবন্দি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজও জেলবন্দি, খালিদ, শারজিল, সাফুরা, তানহারা

ছেলে অসুস্থ, মাত্র ১০ দিনের প্যারল সিএএ আন্দোলনকারী খালিদ সাইফিকে

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের সিএএ আইনের তীব্র প্রতিবাদ করেছিলেন তাঁরা। এই আইনকে বৈষম্যমূলক ও সংবিধান বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। পরিণতি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন তথা ইউএপিএ’তে গ্রেফতারি। উমর খালিদ, শারজিল ইমাম, খালিদ সাইফি, গুলফিসা ফাতিমা, সাফুরা জারগার, দেবাঙ্গনা কালিতা, নাতাশা নারওয়াল, আসিফ ইকবাল তানহা সহ একঝাঁক তরুণ তুর্কিকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা এখনও জেলবন্দি।

 

আরও পড়ুন: সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর বাড়াল কেন্দ্র

এঁদের কেউ এমবিএ পড়ুয়া, কেউ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া ছিলেন। আজও পরিবার-পরিজন, প্রিয়জনদের থেকে বহু দূরে জেলের চার দেওয়ালে বন্দি জীবন কাটাচ্ছেন তাঁরা। এঁদেরই একজন খালিদ সাইফিকে দিল্লির কারকারডুমা আদালত ১০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। তাঁর ছেলের অসুস্থতার জন্য তাঁর আইনজীবী ১৫ দিনের জামিন চেয়েছিলেন।

 

কিন্তু, আদালত মাত্র ১০দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। সিএএ বিরোধী আ¨োলনকে কেন্দ্র করে ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ইউএপিএ’তে সাইফি পাঁচ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। জাফরাবাদ রাস্তা অবরোধ করার অভিযোগে এমবিএ ছাত্রী গুলসিতা ফাতিমাকে ২০২০ সালের ৯ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।

 

চলতি বছরের ১১ এপ্রিল একটি এফআইআর মামলায় জামিন পেলেও আরও একটি এফআইআর-এ তাঁকে ফের গ্রেফতার করা হয়। আর এক ছাত্রনেতা উমর খালিদ সেই ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর থেকে জেলবন্দি।