০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদানি শেয়ার পতন অব্যাহত

ইমামা খাতুন
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 105

পুবের কলম ওয়েবডেস্ক:বুধবার শেয়ারবাজারে আদানির প্রায় সব কয়টি কোম্পানির শেয়ার পতন অব্যাহত থাকে। আাদনি এন্টারপ্রাইজের শেয়ার কমেছে ১১ শতাংশ। এছাড়া আদানি পোর্টস, আদানি পাওয়ার, ট্রান্সমিশন, গ্রিন এনার্জি, টোটাল গ্যাস, ইলমার, এনডিটিভি, এসিস ও অম্বুজা সমেন্টের শেয়ারও পতন অব্যাহত রয়েছে।

আদালতের ১০টি কোম্পানি শেয়ার পতনে বাজারে নতুন করে চাঞ্চল্য ছড়ায়। বিশ্বের নাম্বার ওয়ান আমীর ব্য্যক্তি এখন ধনীদের তালিকায় ২৭ নম্বরে রয়েছে।  বিদেশি সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের পর ভারতের আদানি গোষ্ঠীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে আর এরফলে সর্বাধিক দুশ্চিন্তায় রয়েছে ভারতের শাসক দল বিজেপি। কেননা আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধুর সম্পর্ক বহুদিনের।

অনেক বিরোধীরা আদানিদের শেয়ার পতনকে আবার বিজেপির পতনের শুরু বলে অভিহিত করেছেন। এলআইসি ও এসবিআই-এর টাকা আদানিদের কোম্পানিতে রয়েছে সে কারণে আদানির শেয়ার পতন নিয়ে উদ্বেগ রয়েছে এই দু সংস্থায়। যদিও সম্প্রতি আদনির ৫০০ কোটি টাকা ঋণ মিটিয়েছে এসবিআই-র। তবুও শেয়ার পতন অব্যাহত দেখে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদানি শেয়ার পতন অব্যাহত

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক:বুধবার শেয়ারবাজারে আদানির প্রায় সব কয়টি কোম্পানির শেয়ার পতন অব্যাহত থাকে। আাদনি এন্টারপ্রাইজের শেয়ার কমেছে ১১ শতাংশ। এছাড়া আদানি পোর্টস, আদানি পাওয়ার, ট্রান্সমিশন, গ্রিন এনার্জি, টোটাল গ্যাস, ইলমার, এনডিটিভি, এসিস ও অম্বুজা সমেন্টের শেয়ারও পতন অব্যাহত রয়েছে।

আদালতের ১০টি কোম্পানি শেয়ার পতনে বাজারে নতুন করে চাঞ্চল্য ছড়ায়। বিশ্বের নাম্বার ওয়ান আমীর ব্য্যক্তি এখন ধনীদের তালিকায় ২৭ নম্বরে রয়েছে।  বিদেশি সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের পর ভারতের আদানি গোষ্ঠীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে আর এরফলে সর্বাধিক দুশ্চিন্তায় রয়েছে ভারতের শাসক দল বিজেপি। কেননা আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধুর সম্পর্ক বহুদিনের।

অনেক বিরোধীরা আদানিদের শেয়ার পতনকে আবার বিজেপির পতনের শুরু বলে অভিহিত করেছেন। এলআইসি ও এসবিআই-এর টাকা আদানিদের কোম্পানিতে রয়েছে সে কারণে আদানির শেয়ার পতন নিয়ে উদ্বেগ রয়েছে এই দু সংস্থায়। যদিও সম্প্রতি আদনির ৫০০ কোটি টাকা ঋণ মিটিয়েছে এসবিআই-র। তবুও শেয়ার পতন অব্যাহত দেখে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের।