তালিবানের হাতে নিহত আফগানিস্তানের গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা

- আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 57
পুবের কলম, ওয়েবডেস্ক: পুবের কলম, ওয়েবডেস্ক: তালিবানের হাতে নিহত হলেন আফগানিস্তানের গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা দাওয়া খান মিনাপাল। শুক্রবার এই খবর সামনে এসেছে। সরকারি মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারের (জিএমআইসি) প্রধান ছিলেন দাওয়া খান মিনাপাল।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন তিনি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, দলটির যোদ্ধারা দাওয়া খান মিনাপালকে হত্যা করেছে, যিনি স্থানীয় ও বিদেশী গণমাধ্যমের জন্য সরকারের প্রেস অপারেশন পরিচালনা করতেন। শুক্রবার দুপুরে পশ্চিম কাবুলের দারুল আমান রোডে এই ঘটনা ঘটে।
তবে এই ব্যাপারে তালিবানের মুখপাত্র বিশেষ কিছুই জানাতে চাননি।
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্টানিকজাই, দাওয়া খান মিনাপালের মৃত্যু নিয়ে এক বিবৃতি দিয়ে বলেছেন, ‘ফের একটি কাপুরুষোশিত কাজ করেছে তালিবানি সন্ত্রাসবাদীরা। তাদের এই বর্বরোচিত কাজের জন্য একজন আফগান দেশপ্রেমিককে শহিদ হতে হল’।
মিডিয়া এবং তথ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দাওয়া খান মিনাপাল উপ -রাষ্ট্রপতির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে কান্দাহারে তিনি সরকারের মিডিয়া এবং যোগাযোগ কেন্দ্রের প্রধান হন।
দক্ষিণ আফগান অঞ্চল জাবুলের বাসিন্দা ছিলেন দাওয়া খান মিনাপাল। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
বিশেষজ্ঞদের মতে সাংবাদিকদের জন্য, আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি।