২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে চাপের মুখে বক্তব্য রাখলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আল জাজিরার খবর সূত্রে জানা গেছে, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট গনি বলেছেন, তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। সেনাদের তালিবানের উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহবান গনির। এক টেলিভিশন ভাষণে আশরাফ গনি জানিয়েছেন, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন। যুদ্ধ-সংঘাতের কারণে বাস্তহারা হাজার হাজার মানুষকে সহায়তার উপায় খুঁজছেন তিনি। দেশবাসীকে আশ্বস্থ করে প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের পাশে আছি।  আমার দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করা হবে। আমরা আন্তর্জাতিক অংশীদারদের সকলের সঙ্গে  বিস্তারিত আলোচনা করছি। খুব শীঘ্রই এর ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের একের পর এক এলাকা তালিবানের দখলে চলে যাচ্ছে। কাবুল দখলের আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, সর্বশেষ যে শহরগুলোর পতন হয়েছে, তার মধ্যে অন্যতম কান্দাহার। তালেবান গত সাত দিনে দেশটির ৩৪টি প্রদেশের ১৯টির বেশিই দখল করে নিয়েছে। এই সময়ের মধ্যে আফগানিস্থানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে কোনও বক্তব্য দিতে দেখা যায়নি। এতদিন পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতির উদ্দেশে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে চাপের মুখে বক্তব্য রাখলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আল জাজিরার খবর সূত্রে জানা গেছে, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট গনি বলেছেন, তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। সেনাদের তালিবানের উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহবান গনির। এক টেলিভিশন ভাষণে আশরাফ গনি জানিয়েছেন, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন। যুদ্ধ-সংঘাতের কারণে বাস্তহারা হাজার হাজার মানুষকে সহায়তার উপায় খুঁজছেন তিনি। দেশবাসীকে আশ্বস্থ করে প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের পাশে আছি।  আমার দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করা হবে। আমরা আন্তর্জাতিক অংশীদারদের সকলের সঙ্গে  বিস্তারিত আলোচনা করছি। খুব শীঘ্রই এর ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের একের পর এক এলাকা তালিবানের দখলে চলে যাচ্ছে। কাবুল দখলের আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, সর্বশেষ যে শহরগুলোর পতন হয়েছে, তার মধ্যে অন্যতম কান্দাহার। তালেবান গত সাত দিনে দেশটির ৩৪টি প্রদেশের ১৯টির বেশিই দখল করে নিয়েছে। এই সময়ের মধ্যে আফগানিস্থানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে কোনও বক্তব্য দিতে দেখা যায়নি। এতদিন পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন তিনি।