Afghanistan earthquake: আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮১২, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 158
পুবের কলম,ওয়েবডেস্ক: আফগানিস্তানে ভূমিকম্পে (Afghanistan earthquake) মৃতের সংখ্যা বেড়ে ৮১২। আহত হয়েছেন আরও কমপক্ষে ২ হাজার ৮১৭ জন। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সরকার পক্ষের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এমন পরিস্থিতিতে ভারতের তরফে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ প্রশাসনের। অন্যদিকে, এসসিও বৈঠক শেষ করেই আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্প নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Deeply saddened by the loss of lives due to the earthquake in Afghanistan. Our thoughts and prayers are with the bereaved families in this difficult hour, and we wish a speedy recovery to the injured. India stands ready to provide all possible humanitarian aid and relief to those…
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা দেখে আমি শোকার্ত এবং গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে তৈরি আছে ভারত।’
বিপর্যস্ত দেশের জন্য ইতিমধ্যেই সাহায্য ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সাহায্যের আশ্বাস দিয়েছে একাধিক দেশ।
জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছেন। রাজধানী সহ আশপাশের প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওইদিন আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
The UN in Afghanistan is deeply saddened by the devastating earthquake that struck the eastern region & claimed hundreds of lives, injuring many more. Our teams are on the ground, delivering emergency assistance & lifesaving support. Our thoughts are with the affected communities pic.twitter.com/rCE6b3WzSU
— UN Afghanistan (@unafghanistan) September 1, 2025