০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার ফজর নামায হল কাঁধে কাঁধ মিলিয়ে, কোভিড বিধি শিথিল করেছে সউদি সরকার। সউদির দুই পবিত্র মসজিদ থেকে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখার সমস্ত স্টিকার ও পোস্টার তুলে নেওয়া হয়েছে। এর মাধ্যমে করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সউদি আরব।

 

এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। সউদির স্বরাষ্ট্রমন্ত্রক এ সংক্রান্ত ঘোষণায় জানায়, ৫ মার্চ ফজরের নামায থেকে দেশের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও আর সামাজিক দূরত্ব মেনে চলার দরকার নেই। তবে মসজিদের ভিতরে মাস্ক পরে থাকার কথা বলা হয়েছে কিন্তু সেটা অতি আবশ্যকীয় নয়।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!
নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। বাইরের দেশ থেকে আসা ওমরাহকারি ও টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা সউদিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে। সউদিতে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায! মার্চের ৫ তারিখ থেকে নতুন নির্দেশ কার্যকর হয়েছে।

 

পবিত্র রমযান মাস শুরুর আগে দুই পবিত্র মসজিদে করোনা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এবং কাঁধে কাঁধ মিলিয়ে নামাযের পর সবাই উচ্ছ্বসিত। মসজিদে জামাতের নামাযে দূরত্ব বিধি চালু করার পর ২০২০ সালের ৪ মার্চ করোনা মহামারির কারনে সউদি আরব সবার জন্যই ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করে। এমনকি মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামায পড়ার উপরও নিয়ন্ত্রণ জারি হয়। করোনা বিধি মেনে ৫ ফুট দূরত্ব বজায় রেখে নামাযের ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী স্টিকার লাগিয়ে দেওয়া হয় মসজিদের মেঝের উপর। সে নিয়ম চালু ছিল দু’বছর ধরে। এখন থেকে দুই মসজিদে নামায ও ইবাদতের জন্য তাওয়াক্কালনা অ্যাপে ‘ইমিউন’ লেখা থাকলেই যথেষ্ট।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!
সউদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়াহ বলেন, ঠিক দুবছর আগে ওমরাহ বন্ধ করা হয়েছিল কোভিড -১৯ এর প্রকোপের কারণে। এখন ওমরাহর অনুমতি দেওয়া হল। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ প্রশংসা ওমরাহ-র ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। আল রাবিয়াহ বলেন, আল্লাহর উপর ভরসা রেখে ওমরাহ-র জন্য বুক করা শুরু করুন,  ‘মক্কা ও মদীনা শরীফ ওমরাহ পালনকারীদের জন্য অপেক্ষায়’ রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার ফজর নামায হল কাঁধে কাঁধ মিলিয়ে, কোভিড বিধি শিথিল করেছে সউদি সরকার। সউদির দুই পবিত্র মসজিদ থেকে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখার সমস্ত স্টিকার ও পোস্টার তুলে নেওয়া হয়েছে। এর মাধ্যমে করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সউদি আরব।

 

এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। সউদির স্বরাষ্ট্রমন্ত্রক এ সংক্রান্ত ঘোষণায় জানায়, ৫ মার্চ ফজরের নামায থেকে দেশের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও আর সামাজিক দূরত্ব মেনে চলার দরকার নেই। তবে মসজিদের ভিতরে মাস্ক পরে থাকার কথা বলা হয়েছে কিন্তু সেটা অতি আবশ্যকীয় নয়।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!
নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। বাইরের দেশ থেকে আসা ওমরাহকারি ও টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা সউদিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে। সউদিতে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায! মার্চের ৫ তারিখ থেকে নতুন নির্দেশ কার্যকর হয়েছে।

 

পবিত্র রমযান মাস শুরুর আগে দুই পবিত্র মসজিদে করোনা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এবং কাঁধে কাঁধ মিলিয়ে নামাযের পর সবাই উচ্ছ্বসিত। মসজিদে জামাতের নামাযে দূরত্ব বিধি চালু করার পর ২০২০ সালের ৪ মার্চ করোনা মহামারির কারনে সউদি আরব সবার জন্যই ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করে। এমনকি মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামায পড়ার উপরও নিয়ন্ত্রণ জারি হয়। করোনা বিধি মেনে ৫ ফুট দূরত্ব বজায় রেখে নামাযের ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী স্টিকার লাগিয়ে দেওয়া হয় মসজিদের মেঝের উপর। সে নিয়ম চালু ছিল দু’বছর ধরে। এখন থেকে দুই মসজিদে নামায ও ইবাদতের জন্য তাওয়াক্কালনা অ্যাপে ‘ইমিউন’ লেখা থাকলেই যথেষ্ট।

২ বছর পর প্রথম কাঁধে কাঁধ মিলিয়ে নামায!
সউদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়াহ বলেন, ঠিক দুবছর আগে ওমরাহ বন্ধ করা হয়েছিল কোভিড -১৯ এর প্রকোপের কারণে। এখন ওমরাহর অনুমতি দেওয়া হল। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ প্রশংসা ওমরাহ-র ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। আল রাবিয়াহ বলেন, আল্লাহর উপর ভরসা রেখে ওমরাহ-র জন্য বুক করা শুরু করুন,  ‘মক্কা ও মদীনা শরীফ ওমরাহ পালনকারীদের জন্য অপেক্ষায়’ রয়েছে।