১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩০ সপ্তাহ বন্ধ থাকার পর শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ পড়া হল

ইমামা খাতুন
  • আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
  • / 109

পুবের কলম ওয়েবডেস্ক  :  ৩০ সপ্তাহ পরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের ঐতিহাসিক জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি শুক্রবারের জামাতে নামাজ আদায় করেছেন। কোভিড ১৯ এবং ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির’ কারণে কর্তৃপক্ষ পুরনো শহর শ্রীনগরের নওহাট্টা এলাকার এই মসজিদে জুমার নামাজের অনুমতি দিয়েছে। মসজিদে ঐতিহ্যবাহী খুতবাটি অবশ্য কাশ্মীরি নেতা মিরওয়াইজ উমর ফারুক দেননি, কারণ তিনি গৃহবন্দী ।

 

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

জুমার খুতবা দেন ইমাম হাই সৈয়দ আহমদ নকশাবন্দী। শ্রীনগর শহরের সবচেয়ে বড় মসজিদ জামে মসজিদ পুনরায় খোলার সময় ৩,000 মুসল্লিরা জুমার নামাজ পড়েন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। ৫আগস্ট, ২০১৯এ ধারা ৩৭০ এর অধীনে জম্মু-কাশ্মীরের এর বিশেষ মর্যাদা বাতিল করার পরিপ্রেক্ষিতে, উপত্যকার বৃহত্তম মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতায় আক্রমণ: ওয়াকফ নিয়ে মামলার হুঁশিয়ারি ওমরের

মসজিদটি সংক্ষিপ্তভাবে খোলা হয়েছিল তবে এটি আবার বন্ধ করা হয়েছিল, ‘দৃশ্যত কোভিড ১৯এর বিধিনিষেধের অংশ’ হিসাবে। গত ৩০ সপ্তাহ ধরে, মসজিদটি কখনই জামাতের নামাজের জন্য খোলার অনুমতি দেওয়া হয়নি। ঐতিহাসিক মসজিদটিতে ৪০,০০০ মুসল্লির নামাযের ব্যবস্থা রয়েছে। আরও অনেকে জমায়েতের সময় এর লনে নামায় পড়তে পারেন। কিন্তু আজ, খুব বেশি নামাযী আসেননি।

আরও পড়ুন: অসুস্থ বিশিষ্ট আলেম মুফতি লিয়াকত আলি, সুস্থতার জন্য দোওয়ার আহ্বান পরিবারের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০ সপ্তাহ বন্ধ থাকার পর শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ পড়া হল

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক  :  ৩০ সপ্তাহ পরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের ঐতিহাসিক জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি শুক্রবারের জামাতে নামাজ আদায় করেছেন। কোভিড ১৯ এবং ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির’ কারণে কর্তৃপক্ষ পুরনো শহর শ্রীনগরের নওহাট্টা এলাকার এই মসজিদে জুমার নামাজের অনুমতি দিয়েছে। মসজিদে ঐতিহ্যবাহী খুতবাটি অবশ্য কাশ্মীরি নেতা মিরওয়াইজ উমর ফারুক দেননি, কারণ তিনি গৃহবন্দী ।

 

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

জুমার খুতবা দেন ইমাম হাই সৈয়দ আহমদ নকশাবন্দী। শ্রীনগর শহরের সবচেয়ে বড় মসজিদ জামে মসজিদ পুনরায় খোলার সময় ৩,000 মুসল্লিরা জুমার নামাজ পড়েন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। ৫আগস্ট, ২০১৯এ ধারা ৩৭০ এর অধীনে জম্মু-কাশ্মীরের এর বিশেষ মর্যাদা বাতিল করার পরিপ্রেক্ষিতে, উপত্যকার বৃহত্তম মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতায় আক্রমণ: ওয়াকফ নিয়ে মামলার হুঁশিয়ারি ওমরের

মসজিদটি সংক্ষিপ্তভাবে খোলা হয়েছিল তবে এটি আবার বন্ধ করা হয়েছিল, ‘দৃশ্যত কোভিড ১৯এর বিধিনিষেধের অংশ’ হিসাবে। গত ৩০ সপ্তাহ ধরে, মসজিদটি কখনই জামাতের নামাজের জন্য খোলার অনুমতি দেওয়া হয়নি। ঐতিহাসিক মসজিদটিতে ৪০,০০০ মুসল্লির নামাযের ব্যবস্থা রয়েছে। আরও অনেকে জমায়েতের সময় এর লনে নামায় পড়তে পারেন। কিন্তু আজ, খুব বেশি নামাযী আসেননি।

আরও পড়ুন: অসুস্থ বিশিষ্ট আলেম মুফতি লিয়াকত আলি, সুস্থতার জন্য দোওয়ার আহ্বান পরিবারের