১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএনবি জালিয়াতিতে নীরব মোদির পর গ্রেফতার তাঁর ভাই নেহাল মোদি

চামেলি দাস
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 97

পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল মোদি। ৫ জুলাই শনিবার নেহাল মোদিকে গ্রেফতার করা হয়েছে। নেহালের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। পিএনবি-সহ একাধিক ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর সিবিআই এবং ইডি প্রত্যাপর্ণের জন্য অনুরোধ জানিয়েছিল। সেই কারণে এই গ্রেফতারি বলে খবর। পিএনবি জালিয়াতিতে নীরবকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহাল মোদি বলে মনে করছেন তদন্তকারীরা।

২০১৯ সাল থেকে ব্রিটেনের জেলে রয়েছেন নীরব মোদি। কয়েক হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ব্রিটেনের হাইকোর্টে নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

২০১৮ সালে ব্যাঙ্কের কিছু কর্মীর সাহায্যে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে নীরব মোদি এবং তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে।  প্রায় ১৪ হাজার কোটি টাকার কেলেঙ্কারি কথা প্রকাশ্যে আসে। এরপরই  ভারত ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। ২০১৮ সালের মে মাসে সিবিআই এবং ইডি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেফতার হন নীরব। এ বার তাঁর ভাই নেহাল মোদিকেও গ্রেফতার করা হল।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএনবি জালিয়াতিতে নীরব মোদির পর গ্রেফতার তাঁর ভাই নেহাল মোদি

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল মোদি। ৫ জুলাই শনিবার নেহাল মোদিকে গ্রেফতার করা হয়েছে। নেহালের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। পিএনবি-সহ একাধিক ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর সিবিআই এবং ইডি প্রত্যাপর্ণের জন্য অনুরোধ জানিয়েছিল। সেই কারণে এই গ্রেফতারি বলে খবর। পিএনবি জালিয়াতিতে নীরবকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহাল মোদি বলে মনে করছেন তদন্তকারীরা।

২০১৯ সাল থেকে ব্রিটেনের জেলে রয়েছেন নীরব মোদি। কয়েক হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ব্রিটেনের হাইকোর্টে নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

২০১৮ সালে ব্যাঙ্কের কিছু কর্মীর সাহায্যে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে নীরব মোদি এবং তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে।  প্রায় ১৪ হাজার কোটি টাকার কেলেঙ্কারি কথা প্রকাশ্যে আসে। এরপরই  ভারত ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। ২০১৮ সালের মে মাসে সিবিআই এবং ইডি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেফতার হন নীরব। এ বার তাঁর ভাই নেহাল মোদিকেও গ্রেফতার করা হল।