এজি কে ‘হেনস্থা’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আড়াইশো আইনজীবীর চিঠি

- আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 43
মোল্লা জসিমউদ্দিন: মেডিকেল মামলায় সিঙ্গেল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চের লড়াই ইতিমধ্যেই পৌঁছেছে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ২৫০ জনের বেশি আইনজীবী চিঠি লিখে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী আইনজীবীদের দাবি, ‘বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে’। জানা গেছে, কলকাতা হাইকোর্টের ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের যখনতখন মন্তব্য নিয়ে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তাঁদের দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ‘হেনস্থা’ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে’। মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দুই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন। সূত্রে প্রকাশ, কারও নাম না করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত’।
তবে আদালতের এও পর্যবেক্ষণ, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এরেই মধ্যে গত ২৫ জানুয়ারি মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) উদ্দেশে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি উঠল। রাজ্যের এজির কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এই মর্মে হাইকোর্টে আইনজীবীদের একাংশ চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে।উল্লেখ্য, এদিনই প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ে প্রাথমিক সংক্রান্ত মামলা সরিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে।