০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মেসি, নেইমার, এমবাপ্পের গোলে জয় পিএসজির

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 101

পুবের কলম ওয়েব ডেস্ক: লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জয় তুলে নিল প্যারিস সেইন্ট জার্মেইন। প্রতিপক্ষ ট্রয়েসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৪-৩ গোলে হারিয়ে পিএসজি। এ ম্যাচেও বল পায়ে জ্বলে উঠেছেন পিএসজির আক্রমণ বিভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

এই তিন সেরা তারকা জ্বলে উঠলে পিএসজি জয় পাবেই, এটা অবধারিত ছিল। তবে ট্রয়েসের বিপক্ষে পিএসজি জয়টা ছিল খুবই কষ্টার্জিত। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে ক্রিস্টোফার গালতিয়েরের দল। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ট্রয়েস।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত নেইমার

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

মোট ৭ গোল হলো এই ম্যাচে। তবে ট্রয়েসের মত দলের বিপক্ষে তিনটি গোল হজম করাটাই সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিএসজি কোচের কাছে। এ ম্যাচের একেবারে শুরুতে (তৃতীয় মিনিটে) মামা বাল্ডে গোল করে ট্রয়েসকে এগিয়ে দেন। তাতেই ঘরের মাঠে চাপে পড়ে যায় পিএসজি। যদিও ম্যাচে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি তারা। ম্যাচের ২৪তম মিনিটে নেইমারের পাসে গোল করেন কার্লোস সোলে। এর মাঝে ৫২তম মিনিটে ফের ট্রয়েসকে এগিয়ে দেন সেই বাল্ডে। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোলে পিছিয়ে থাকার পরই শুরু হয় মেসি-ম্যাজিক।

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের

 

পিএসজিকে সমতায় ফেরাতে খুব বেশি সময় নেননি মেসি। ম্যাচের ৫৫ মিনিটে মিনিটে মেসির উদ্দেশে সার্জিও র‌্যামোসের বাড়ানো বল পেয়ে বক্সের অনেক বাইরে থেকে জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। এর ৭ মিনিট পর নেইমারের গোল, মেসির নিখুঁত পাস ধরে ট্রয়েসের জালে বল পাঠান এই ব্রাজিলীয় তারকা। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে পিএসজির ব্যবধান কমিয়ে দেন। তখনও ম্যাচের শেষ নাটক যেন বাকি ছিল। ৮৮ মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন আন্তে পালাভেরসা। তাতেই শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের মেসি, নেইমার, এমবাপ্পের গোলে জয় পিএসজির

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জয় তুলে নিল প্যারিস সেইন্ট জার্মেইন। প্রতিপক্ষ ট্রয়েসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৪-৩ গোলে হারিয়ে পিএসজি। এ ম্যাচেও বল পায়ে জ্বলে উঠেছেন পিএসজির আক্রমণ বিভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

এই তিন সেরা তারকা জ্বলে উঠলে পিএসজি জয় পাবেই, এটা অবধারিত ছিল। তবে ট্রয়েসের বিপক্ষে পিএসজি জয়টা ছিল খুবই কষ্টার্জিত। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে ক্রিস্টোফার গালতিয়েরের দল। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ট্রয়েস।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত নেইমার

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

মোট ৭ গোল হলো এই ম্যাচে। তবে ট্রয়েসের মত দলের বিপক্ষে তিনটি গোল হজম করাটাই সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিএসজি কোচের কাছে। এ ম্যাচের একেবারে শুরুতে (তৃতীয় মিনিটে) মামা বাল্ডে গোল করে ট্রয়েসকে এগিয়ে দেন। তাতেই ঘরের মাঠে চাপে পড়ে যায় পিএসজি। যদিও ম্যাচে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি তারা। ম্যাচের ২৪তম মিনিটে নেইমারের পাসে গোল করেন কার্লোস সোলে। এর মাঝে ৫২তম মিনিটে ফের ট্রয়েসকে এগিয়ে দেন সেই বাল্ডে। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোলে পিছিয়ে থাকার পরই শুরু হয় মেসি-ম্যাজিক।

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের

 

পিএসজিকে সমতায় ফেরাতে খুব বেশি সময় নেননি মেসি। ম্যাচের ৫৫ মিনিটে মিনিটে মেসির উদ্দেশে সার্জিও র‌্যামোসের বাড়ানো বল পেয়ে বক্সের অনেক বাইরে থেকে জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। এর ৭ মিনিট পর নেইমারের গোল, মেসির নিখুঁত পাস ধরে ট্রয়েসের জালে বল পাঠান এই ব্রাজিলীয় তারকা। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে পিএসজির ব্যবধান কমিয়ে দেন। তখনও ম্যাচের শেষ নাটক যেন বাকি ছিল। ৮৮ মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন আন্তে পালাভেরসা। তাতেই শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।