১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের চুরি জগৎবল্লভপুরে, ধৃতকে বেঁধে মারধর
কিবরিয়া আনসারি
- আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
- / 164
আইভি আদক, হাওড়া: ফের চুরির ঘটনা ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুরের দক্ষিণ মাজু এলাকায় পর পর ছয়টি দোকানে চুরির অভিযোগ উঠেছে। পাশাপাশি জগৎবল্লভপুরের হাটাল এলাকায় একটি বাড়িতেও চুরির চেষ্টা করা হয়। এই ঘটনায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। এদিকে, পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধৃত দুষ্কৃতীকে পোস্টে বেঁধে চলে মারধর। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বার বার চুরি ছিনতাইয়ের ঘটনায় জগৎবল্লভপুরে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ট সকলেই।



















































