২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ডলারের তুলনায় ফের ভারতীয় টাকার দামের সর্বনিম্ন পতন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ দিনের শুরুতেই মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকা মূল্য ফের নিম্নমুখী। বিদেশে মার্কিন ডলারের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিকবাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি কারণে টাকার দাম ফের পড়ে গেল। মঙ্গলবার টানা দ্বিতীয় সেশনে সেনসেক্স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টাকার দাম পড়ে যায়। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ১৪ পয়সা কমে গেছে। ফলে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৭.৬৯ পয়সা।

গত শুক্রবার টাকা তার প্রাথমিক লাভ কমিয়েছে। মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন ৭৭.৫৫ পয়সা স্থীর হয়।

আরও পড়ুন: মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন রেকর্ড ছুঁল ভারতীয় টাকার দাম

রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। তার ফলে গত এক মাসে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ২০ বিলিয়ন মার্কিন ডলার কমে  গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার পরিমাণ  নির্দিষ্ট করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করা হচ্ছে না। বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যাতে অস্থিরতা না থাকে, সেটাই নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।

শক্তিশালী মার্কিন ডলারের দাম বৃদ্ধির কারণে সাপ্তাহিক ভিত্তিতে ডলার সূচকের ভিত্তিতে টাকা ৬৫ পয়সা অবমূল্যায়ন হয়েছে।

এদিকে মঙ্গলবার,  টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল এবং রিফাইনার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ত্রৈমাসিক আয়ের ফলাফলের আগে যথাক্রমে ০.৩ শতাংশ এবং ১ শতাংশ বেড়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন ডলারের তুলনায় ফের ভারতীয় টাকার দামের সর্বনিম্ন পতন

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ দিনের শুরুতেই মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকা মূল্য ফের নিম্নমুখী। বিদেশে মার্কিন ডলারের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিকবাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি কারণে টাকার দাম ফের পড়ে গেল। মঙ্গলবার টানা দ্বিতীয় সেশনে সেনসেক্স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টাকার দাম পড়ে যায়। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ১৪ পয়সা কমে গেছে। ফলে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৭.৬৯ পয়সা।

গত শুক্রবার টাকা তার প্রাথমিক লাভ কমিয়েছে। মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন ৭৭.৫৫ পয়সা স্থীর হয়।

আরও পড়ুন: মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন রেকর্ড ছুঁল ভারতীয় টাকার দাম

রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। তার ফলে গত এক মাসে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ২০ বিলিয়ন মার্কিন ডলার কমে  গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার পরিমাণ  নির্দিষ্ট করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করা হচ্ছে না। বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যাতে অস্থিরতা না থাকে, সেটাই নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।

শক্তিশালী মার্কিন ডলারের দাম বৃদ্ধির কারণে সাপ্তাহিক ভিত্তিতে ডলার সূচকের ভিত্তিতে টাকা ৬৫ পয়সা অবমূল্যায়ন হয়েছে।

এদিকে মঙ্গলবার,  টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল এবং রিফাইনার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ত্রৈমাসিক আয়ের ফলাফলের আগে যথাক্রমে ০.৩ শতাংশ এবং ১ শতাংশ বেড়েছে।