১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় এজেন্সির অভিযানের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ শুরু, আজ রাস্তায় নামছেন মমতা

বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশির পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতার রাস্তায় নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, বিকেল ৩টা নাগাদ যাদবপুর ৮বি মোড় থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর ২টা থেকেই জমায়েত শুরু হবে। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট ও রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে মিছিল শেষ হবে।

গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট আউট্রাম ঘাটে এক অনুষ্ঠানে মিছিলের ডাক দিয়ে মমতা বলেন, “এটা শুধু তৃণমূলের উপর আক্রমণ নয়, গোটা বাংলার উপর হামলা।” তিনি সমাজের সব স্তরের মানুষকে এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান। কলকাতা পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় এজেন্সির অভিযানের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ শুরু, আজ রাস্তায় নামছেন মমতা

আপডেট : ৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার

বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশির পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতার রাস্তায় নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, বিকেল ৩টা নাগাদ যাদবপুর ৮বি মোড় থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর ২টা থেকেই জমায়েত শুরু হবে। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট ও রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে মিছিল শেষ হবে।

গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট আউট্রাম ঘাটে এক অনুষ্ঠানে মিছিলের ডাক দিয়ে মমতা বলেন, “এটা শুধু তৃণমূলের উপর আক্রমণ নয়, গোটা বাংলার উপর হামলা।” তিনি সমাজের সব স্তরের মানুষকে এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান। কলকাতা পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।