১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 36

আইভি আদকঃ মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে গত ২ দিন ধরেই চলছে বিক্ষোভ। অবরোধ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রভাব পড়েছে রেল চলাচলেও। বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেনও বাতিল হয়েছে।

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

আরও পড়ুন: তৃণমূলকে জয়যুক্ত করার আহ্বান শতাব্দীর

অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। শনিবার সকালে বাতিল হয় কুম্ভ এক্সপ্রেস। ছাত্রদের আন্দোলনের কারণে পূর্ব মধ্য রেলওয়ের শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস,জামালপুর – ভাগলপুর -জামালপুর প্যাসেঞ্জার,সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস শনিবার বাতিল হয়েছে। লোকাল ট্রেনের মধ্যে হাওড়া-মেমারী এবং হাওড়া-ব্যান্ডেল বাতিল হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় অবরোধের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া রাঁচী শতাব্দী এক্সপ্রেস, হাতিয়া-পূর্ণিয়া এক্সপ্রেস, টাটানগর-দানাপুর এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, রাঁচি-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, পাটনা-হাতিয়া এক্সপ্রেস।

আরও পড়ুন: অগ্নিপথ ইস্যু: লাগাতার বিক্ষোভ, হাওড়াতে বাতিল দুরপাল্লার ট্রেন,যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করল জিআরপি

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

আরও পড়ুন: অগ্নিপথে জ্বলছে দেশ, বুলডোজার কবে গুঁড়িয়ে দেবে বিক্ষোভকারীদের বাড়ি, প্রশ্ন তুললেন ক্ষিপ্ত ওয়াইসি

 

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়। পূর্ব-মধ্য রেলও অনেক ট্রেন বাতিল ঘোষণা করে। এরমধ্যে ছিল ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।

 

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

আইভি আদকঃ মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে গত ২ দিন ধরেই চলছে বিক্ষোভ। অবরোধ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রভাব পড়েছে রেল চলাচলেও। বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেনও বাতিল হয়েছে।

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

আরও পড়ুন: তৃণমূলকে জয়যুক্ত করার আহ্বান শতাব্দীর

অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। শনিবার সকালে বাতিল হয় কুম্ভ এক্সপ্রেস। ছাত্রদের আন্দোলনের কারণে পূর্ব মধ্য রেলওয়ের শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস,জামালপুর – ভাগলপুর -জামালপুর প্যাসেঞ্জার,সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস শনিবার বাতিল হয়েছে। লোকাল ট্রেনের মধ্যে হাওড়া-মেমারী এবং হাওড়া-ব্যান্ডেল বাতিল হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় অবরোধের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া রাঁচী শতাব্দী এক্সপ্রেস, হাতিয়া-পূর্ণিয়া এক্সপ্রেস, টাটানগর-দানাপুর এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, রাঁচি-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, পাটনা-হাতিয়া এক্সপ্রেস।

আরও পড়ুন: অগ্নিপথ ইস্যু: লাগাতার বিক্ষোভ, হাওড়াতে বাতিল দুরপাল্লার ট্রেন,যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করল জিআরপি

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন

আরও পড়ুন: অগ্নিপথে জ্বলছে দেশ, বুলডোজার কবে গুঁড়িয়ে দেবে বিক্ষোভকারীদের বাড়ি, প্রশ্ন তুললেন ক্ষিপ্ত ওয়াইসি

 

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়। পূর্ব-মধ্য রেলও অনেক ট্রেন বাতিল ঘোষণা করে। এরমধ্যে ছিল ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।

 

অগ্নিপথ ইস্যুঃ শনিবারেও হাওড়া থেকে বাতিল কুম্ভ, শতাব্দী সহ এক গুচ্ছ ট্রেন