০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার
  • / 57

পুবের কলম,ওয়েবডেস্ক: এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অজিত পাওয়ার। যদিও তিনি দাবি করেছেন, এনসিপি থেকে আলাদা হননি, বরং গোটা এনসিপি রয়েছে মহারাষ্ট্র সরকারের সঙ্গে। রবিবারই তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন। তবে উদ্ধব শিবির মনে করছে, এবার একনাথ শিন্ডের জায়গা নেবেন অজিত। একনাথ শিন্ডে, গতবছর ঠিক এই সময়েই শিবসেনা ভেঙে গেরুয়া শিবিরের সঙ্গে জোট করেন। সঙ্গে শিবসেনার একগুচ্ছ বিধায়ক। শিন্ডের বিদ্রোহে রাতারাতি বদলে যায় সে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেন একনাথ নিজে। ঠিক এক বছরের মাথায় মহারাষ্ট্রে ফের বিজেপি বিরোধী দলের ভাঙন। শিবসেনা, উদ্ধব শিবিরের মুখপত্র সামনাতে দাবি করা হয়েছে মোদি এবং শাহের নেতৃত্বে গেরুয়া শিবির শুধু মহারাষ্ট্র নয়, দেশের রাজনীতিতে কর্দমাক্ত করছে। সেখানে আরও বলা হয়েছে, অজিত পাওয়ার ইতিমধ্যে উপমুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড তৈরি করেছে। তবে তিনি শুধু উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য সেখানে যাননি। তিনি শিন্ডের জায়গা নেবেন শীঘ্রই।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অজিত পাওয়ার। যদিও তিনি দাবি করেছেন, এনসিপি থেকে আলাদা হননি, বরং গোটা এনসিপি রয়েছে মহারাষ্ট্র সরকারের সঙ্গে। রবিবারই তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন। তবে উদ্ধব শিবির মনে করছে, এবার একনাথ শিন্ডের জায়গা নেবেন অজিত। একনাথ শিন্ডে, গতবছর ঠিক এই সময়েই শিবসেনা ভেঙে গেরুয়া শিবিরের সঙ্গে জোট করেন। সঙ্গে শিবসেনার একগুচ্ছ বিধায়ক। শিন্ডের বিদ্রোহে রাতারাতি বদলে যায় সে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেন একনাথ নিজে। ঠিক এক বছরের মাথায় মহারাষ্ট্রে ফের বিজেপি বিরোধী দলের ভাঙন। শিবসেনা, উদ্ধব শিবিরের মুখপত্র সামনাতে দাবি করা হয়েছে মোদি এবং শাহের নেতৃত্বে গেরুয়া শিবির শুধু মহারাষ্ট্র নয়, দেশের রাজনীতিতে কর্দমাক্ত করছে। সেখানে আরও বলা হয়েছে, অজিত পাওয়ার ইতিমধ্যে উপমুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড তৈরি করেছে। তবে তিনি শুধু উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য সেখানে যাননি। তিনি শিন্ডের জায়গা নেবেন শীঘ্রই।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের